গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ শরীফকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
আজ বুধবার সকালে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক মিরাজ শরীফ অভিযোগ তুলে বলেন, ‘গত সোমবার প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের ডাস্টার দিয়ে মাথায় ও কানের পাশে আঘাত করেন। এ ছাড়া তিনি (প্রধান শিক্ষক) বিভিন্ন সময় শিক্ষার্থীদের মারধর করে। আমি এর প্রতিবাদ করতে গেলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর আত্মীয় সকলকে ডেকে আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি পড়ে গেলে আমাকে লাঠি দিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মারে। সহকারী শিক্ষকেরা ঠেকাতে গেলে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষকের সঙ্গে শিক্ষকের মারামারি বা হাতাহাতির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় সেটি আমি দেখব।’
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শাসন করা নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সহকারী শিক্ষক মিরাজ শরীফ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করি। তবে লোকজন নিয়ে এসে তাঁকে মারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা বলেন, ‘রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিরাজ শরীফকে লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি খানম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ শরীফকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
আজ বুধবার সকালে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক মিরাজ শরীফ অভিযোগ তুলে বলেন, ‘গত সোমবার প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের ডাস্টার দিয়ে মাথায় ও কানের পাশে আঘাত করেন। এ ছাড়া তিনি (প্রধান শিক্ষক) বিভিন্ন সময় শিক্ষার্থীদের মারধর করে। আমি এর প্রতিবাদ করতে গেলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর আত্মীয় সকলকে ডেকে আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি পড়ে গেলে আমাকে লাঠি দিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মারে। সহকারী শিক্ষকেরা ঠেকাতে গেলে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষকের সঙ্গে শিক্ষকের মারামারি বা হাতাহাতির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় সেটি আমি দেখব।’
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শাসন করা নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সহকারী শিক্ষক মিরাজ শরীফ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করি। তবে লোকজন নিয়ে এসে তাঁকে মারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা বলেন, ‘রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিরাজ শরীফকে লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি খানম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়।
১২ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের চারটি সহসম্পাদকের পদ বাদ দিয়ে চারটি মূল পদ যুক্ত করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপা
১৫ মিনিট আগেজুলাই আন্দোলনের সময়কার এক ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রিজনভ্যান থেকে নামানো এক কিশোর, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে, দুই হাত মোটা সাদা রশিতে বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের ভাই জাকসু নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়েছেন।
১ ঘণ্টা আগেসিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন ও সিলেট জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে