ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। আজ সোমবার ভোরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়। এর মধ্যে দুজন মেয়ে এবং দুজন ছেলে শিশু।
প্রসূতি রুমানা ইসলামসহ (২০) দুই সন্তান সুস্থ রয়েছে। তবে অপর দুই সন্তানের সামান্য শ্বাসকষ্ট থাকলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ও শিশুবিশেষজ্ঞ এস এম মনিরুজ্জামান।
প্রসূতির স্বজনেরা বলেন, শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের শেখ মো. নয়ন শেখের স্ত্রী রোমানার গতকাল রোববার রাতে প্রসব ব্যথা ওঠে। রাত ১০টার দিকে তাঁকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ ভোর সাড়ে ৬টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতির চার সন্তানের জন্ম হয়।
নবজাতকদের বাবা শেখ নয়ন কৃষিকাজ করেন। তিনি বলেন, ‘শুরু থেকেই আমার স্ত্রী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি চিকিৎসক হাসিনা বানুর তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে আসছিলেন। আল্লাহর অশেষ রহমতে আমার চার সন্তান এবং স্ত্রী ভালো আছে।’
শেখ নয়ন আরও বলেন, ‘আগে থেকেই ইচ্ছে ছিল ছেলে হলে নাম রাখব নুর। দুই ছেলে হওয়ায় নাম রেখেছি নূর ও মণি। আর মেয়ে দুজনের নাম রাখবেন আমার স্ত্রী। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চাই।’
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ও শিশুবিশেষজ্ঞ এস এম মনিরুজ্জামান বলেন, ‘আমাদের হাসপাতালে এই প্রথম সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে চার শিশুর জন্ম হয়েছে। এতে আমরা সবাই খুশি। চার সন্তানের মধ্যে এক ছেলে পুরোপুরি সুস্থ থাকায় তার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। বাকি তিনজনের অক্সিজেনের প্রয়োজন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিন-চার দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’
এদিকে একসঙ্গে চার সন্তান জন্মের খবরে স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। নবজাতকদের দাদা শেখ সালাম, দাদি নাজমা বেগম, নানা বাবুল বিশ্বাস, নানি নাজমা খাতুন, ফুপু মুন্নী আক্তারসহ স্বজনেরা হাসপাতালে ছুটে যান। নবজাতকদের দাদি নাজমা বেগম বলেন, ‘একসঙ্গে চার নাতি-নাতনি পেয়েছি। এর চেয়ে আনন্দ আর কী আছে? আল্লাহ যেন ওদের সুস্থ রাখেন।’
মানিকগঞ্জের শিবালয়ে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। আজ সোমবার ভোরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়। এর মধ্যে দুজন মেয়ে এবং দুজন ছেলে শিশু।
প্রসূতি রুমানা ইসলামসহ (২০) দুই সন্তান সুস্থ রয়েছে। তবে অপর দুই সন্তানের সামান্য শ্বাসকষ্ট থাকলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ও শিশুবিশেষজ্ঞ এস এম মনিরুজ্জামান।
প্রসূতির স্বজনেরা বলেন, শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের শেখ মো. নয়ন শেখের স্ত্রী রোমানার গতকাল রোববার রাতে প্রসব ব্যথা ওঠে। রাত ১০টার দিকে তাঁকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ ভোর সাড়ে ৬টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতির চার সন্তানের জন্ম হয়।
নবজাতকদের বাবা শেখ নয়ন কৃষিকাজ করেন। তিনি বলেন, ‘শুরু থেকেই আমার স্ত্রী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি চিকিৎসক হাসিনা বানুর তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে আসছিলেন। আল্লাহর অশেষ রহমতে আমার চার সন্তান এবং স্ত্রী ভালো আছে।’
শেখ নয়ন আরও বলেন, ‘আগে থেকেই ইচ্ছে ছিল ছেলে হলে নাম রাখব নুর। দুই ছেলে হওয়ায় নাম রেখেছি নূর ও মণি। আর মেয়ে দুজনের নাম রাখবেন আমার স্ত্রী। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চাই।’
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ও শিশুবিশেষজ্ঞ এস এম মনিরুজ্জামান বলেন, ‘আমাদের হাসপাতালে এই প্রথম সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে চার শিশুর জন্ম হয়েছে। এতে আমরা সবাই খুশি। চার সন্তানের মধ্যে এক ছেলে পুরোপুরি সুস্থ থাকায় তার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। বাকি তিনজনের অক্সিজেনের প্রয়োজন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিন-চার দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’
এদিকে একসঙ্গে চার সন্তান জন্মের খবরে স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। নবজাতকদের দাদা শেখ সালাম, দাদি নাজমা বেগম, নানা বাবুল বিশ্বাস, নানি নাজমা খাতুন, ফুপু মুন্নী আক্তারসহ স্বজনেরা হাসপাতালে ছুটে যান। নবজাতকদের দাদি নাজমা বেগম বলেন, ‘একসঙ্গে চার নাতি-নাতনি পেয়েছি। এর চেয়ে আনন্দ আর কী আছে? আল্লাহ যেন ওদের সুস্থ রাখেন।’
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা শুভ্র চুল-দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধকে তিন ব্যক্তি জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’
১ ঘণ্টা আগেঋণের ফাঁদ থেকে কোনোভাবেই বের হতে পারছিলেন না মিঠুন দাস (২৮)। ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরি আর সিসি ক্যামেরা লাগানোর ব্যবসা থেকে যে আয়-রোজগার হচ্ছিল, তার প্রায় সবই চলে যাচ্ছিল শুধু সুদ দিতে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেপিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
১ ঘণ্টা আগে