মানিকগঞ্জ প্রতিনিধি
শেখ হাসিনা যত দিন ক্ষমতায় রয়েছে তত দিন দেশে শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন থাকবে বলে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বিনা মূল্যে ছানি অপারেশন এবং চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের জাতীয় নির্বাচন। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় আছে, তত দিন দেশে শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন আছে। দেশের মানুষ পিছিয়ে যেতে চায় না। বিএনপির অন্ধকার যুগে, বোমার যুগে যেতে চায় না। আমরা আশা করব, দেশের মানুষ আগামী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সভা-সমাবেশ করে বিএনপি বলে বেড়ায় ধাক্কা দিলে আওয়ামী লীগ সরকার নাকি পড়ে যাবে। বিএনপি জানে না আওয়ামী লীগ সরকার ইস্পাতের মতো শক্ত সরকার, এখানে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিনা মূল্যে মানুষের চোখের অপারেশন করে, বৃদ্ধা মানুষের ছানি পরা চোখের লেন্স পরায়। আর বিএনপি জ্বালাও-পোড়াও এবং গ্রেনেড হামলা করে মানুষের চোখ উপড়ে ফেলে নষ্ট করে। বিএনপি মানুষের চোখের আলো ছিনিয়ে নেয় আর আওয়ামী লীগ মানুষের চোখের আলো ফিরিয়ে দেয়।’
মন্ত্রী বলেন, ‘আজকে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার যেসব রোগীদের চোখের লেন্স দেওয়া হচ্ছে, তার প্রতিটির দাম ২০-৩০ হাজার টাকা। এর সঙ্গে বিনা মূল্যে চশমা ও ওষুধ পাবেন এবং রোগীদের থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করা হয়েছে। মানুষের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া, স্বাস্থ্য সেবার উন্নতি করা এবং দেশের মানুষকে ভালো ও শান্তিতে রাখা আওয়ামী লীগের কাজ। দেশের মানুষদের ভালো রাখা আওয়ামী লীগের রাজনীতি। এই রাজনীতি আমরা করতে চাই। আমরা বিএনপির মত জ্বালাও-পোড়াও রাজনীতি করতে চাই না।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আজকের বিনা মূল্যে চক্ষুসেবার মাধ্যমে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার প্রায় ৮০০ লোক নতুন করে চোখের আলো ফিরে পাবেন। অপারেশন ছাড়া ইতিপূর্বে প্রায় ৪ হাজার চক্ষু রোগীকে বিভিন্ন চিকিৎসা এবং ৫ হাজার চশমা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানিকগঞ্জবাসীর জন্য বিনা মূল্যে চক্ষুসেবার ব্যবস্থা করা হবে।’
এ সময় ন্যাশনাল আই কেয়ার লাইন ডিরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র মো. রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সিভিল সার্জন মো. মোয়াজ্জেম আলী খান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা যত দিন ক্ষমতায় রয়েছে তত দিন দেশে শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন থাকবে বলে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বিনা মূল্যে ছানি অপারেশন এবং চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের জাতীয় নির্বাচন। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় আছে, তত দিন দেশে শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন আছে। দেশের মানুষ পিছিয়ে যেতে চায় না। বিএনপির অন্ধকার যুগে, বোমার যুগে যেতে চায় না। আমরা আশা করব, দেশের মানুষ আগামী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সভা-সমাবেশ করে বিএনপি বলে বেড়ায় ধাক্কা দিলে আওয়ামী লীগ সরকার নাকি পড়ে যাবে। বিএনপি জানে না আওয়ামী লীগ সরকার ইস্পাতের মতো শক্ত সরকার, এখানে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিনা মূল্যে মানুষের চোখের অপারেশন করে, বৃদ্ধা মানুষের ছানি পরা চোখের লেন্স পরায়। আর বিএনপি জ্বালাও-পোড়াও এবং গ্রেনেড হামলা করে মানুষের চোখ উপড়ে ফেলে নষ্ট করে। বিএনপি মানুষের চোখের আলো ছিনিয়ে নেয় আর আওয়ামী লীগ মানুষের চোখের আলো ফিরিয়ে দেয়।’
মন্ত্রী বলেন, ‘আজকে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার যেসব রোগীদের চোখের লেন্স দেওয়া হচ্ছে, তার প্রতিটির দাম ২০-৩০ হাজার টাকা। এর সঙ্গে বিনা মূল্যে চশমা ও ওষুধ পাবেন এবং রোগীদের থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করা হয়েছে। মানুষের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া, স্বাস্থ্য সেবার উন্নতি করা এবং দেশের মানুষকে ভালো ও শান্তিতে রাখা আওয়ামী লীগের কাজ। দেশের মানুষদের ভালো রাখা আওয়ামী লীগের রাজনীতি। এই রাজনীতি আমরা করতে চাই। আমরা বিএনপির মত জ্বালাও-পোড়াও রাজনীতি করতে চাই না।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আজকের বিনা মূল্যে চক্ষুসেবার মাধ্যমে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার প্রায় ৮০০ লোক নতুন করে চোখের আলো ফিরে পাবেন। অপারেশন ছাড়া ইতিপূর্বে প্রায় ৪ হাজার চক্ষু রোগীকে বিভিন্ন চিকিৎসা এবং ৫ হাজার চশমা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানিকগঞ্জবাসীর জন্য বিনা মূল্যে চক্ষুসেবার ব্যবস্থা করা হবে।’
এ সময় ন্যাশনাল আই কেয়ার লাইন ডিরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র মো. রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সিভিল সার্জন মো. মোয়াজ্জেম আলী খান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে