Ajker Patrika

ভাঙা ব্রিজ নিয়ে ভোগান্তিতে ২৫ গ্রামের মানুষ 

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
ভাঙা ব্রিজ নিয়ে ভোগান্তিতে ২৫ গ্রামের মানুষ 

মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের খলিলাবাদ গ্রামের খালের ওপর আশি দশকের সেতুটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন ২৫ গ্রামের মানুষ। সেতুর দুপাশের রেলিং এর কিছু অংশ ভেঙে পড়েছে। বাকি রেলিং প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। প্রথমে সেতুর মাঝখানে ছোট আকারের গর্তের সৃষ্টি হলেও তা এখন অনেক বড় আকার ধারণ করেছে। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ। 

৪ মাস আগে সেতুটি পুনর্নির্মাণের জন্য ১ কোটি টাকার মূল্যের টেন্ডার হলেও ও-ই ঠিকাদারকে এখনো কাজ করার অনুমতি দেয়নি এলজিইডি। 

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়, আশি দশকের সময়ে খলিলাবাদ খালের ওপর নির্মিত সেতুটির দুপাশের রেলিং প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কিছু অংশ ভেঙেও পড়েছে। সেতুর মাঝখানের স্ল্যাবে বড় আকারে গর্তের সৃষ্টি হওয়ায় এখন ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল। ফলে ৪ মাস আগে এই সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু লকডাউন ও খালে পানি থাকার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে এখনো কাজের অনুমতি দেওয়া হয়নি। 

স্থানীয়রা জানায়, অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় সেতুটির বেহাল দশা হয়েছে। এ সেতু দিয়ে প্রতিদিন ২৫ গ্রামের হাজারের অধিক মানুষ চলাচল করে থাকে। সেতুটি যে কোন সময় ধসে পরে যাওয়া আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ছাড়া সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি দেখার জন্য এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ বেড়াতে আসেন। 

খলিলাবাদ গ্রামের বৃদ্ধ মো. জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্যসেবার জন্য এই সেতুর ওপর দিয়ে এলাকার মানুষ এক সময় যেত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে। সেতুর বয়স ৪১ বছর হলেও চলাচল করা যেত। কিন্তু মাটিবাহী ট্রাক অতিরিক্ত লোড নিয়ে সেতুটির ওপর দিয়ে যাতায়াতের কারণে সেতুর মাঝখানের স্ল্যাব ভেঙে গেছে। তা না হলে আরও ৪০ বছর মানুষ চলাচল করলেও এ সেতুর কিছুই হতো না। তবে রাতের বেলায় চলাচল করতে গিয়ে গর্তে পরে অনেক হ্যালোবাইক উল্টে গিয়ে অনেকে আহত হয়েছে বলেও তিনি জানান। 

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, এই সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকার টেন্ডারের কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারকে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। খালে পানি রয়েছে। পানি কমলেই সেতুর কাজ করা হবে বলে তিনি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত