Ajker Patrika

যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ 

মানিকগঞ্জ প্রতিনিধি
যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ 

মানিকগঞ্জে জালাল উদ্দিন (৫৭) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা-বরুন্ডী সড়কের সলন্ডী এলাকা এ হামলার ঘটনা ঘটে। 

আহত জালাল উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি হাটিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। 

আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বংখুরি এলাকার কাউসার দেওয়ান, বংখুরি চৌকিঘাটার তামিম বিশ্বাস ও ডালিম বিশ্বাস। 

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি বড় ও একটি ছোট ছুরি, তিনটি লোহার রড, চারটি হকিস্টিক ও সাড়ে ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে সাদা রঙের একটি হায়েজ জব্দ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, মানিকগঞ্জ কোর্টের হাজিরা দেওয়ার জন্য সকাল ১০টার দিকে ভাই গর্জন সাড়েং ও ভাতিজা ইব্রাহিম সাড়েংকে নিয়ে অটোতে রওনা দেন জালাল উদ্দিন। বেলা ১১টার দিকে সদরে সলন্ডী ডায়না ইটভাটার কাছে পৌঁছালে ওত পেতে থাকা কুদ্দুস, রাজির, সজীব ও মজনুসহ ১৫-২০ জন বখাটে অটো থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে জালাল উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় চাচাকে বাঁচাতে গেলে ভাতিজা ইব্রাহিমও আহত হন। পরে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সাদা রঙের একটি হায়েজ গাড়িতে করে পালিয়ে যায়। পরে বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা রাস্তার গতিরোধ করলে গাড়িতে থাকা সবাই পালিয়ে যায়। পরে গাড়ির ভেতরে থাকা তিনজনকে আটকে রেখে স্থানীয়রা র‍্যাব ও সদর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে। 

র‍্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি লেঃ কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ও র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এঘটনায় সদর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে। মামলার পর বাকিদেরও গ্রেপ্তার করা হবে। 

লেঃ কমান্ডার আরিফ হোসেন জানান, র‍্যাব সদস্যরা তাঁদের আটক করে র‍্যাব কার্যালয়ে নিয়ে আসে। তাঁদের গাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত