Ajker Patrika

মাদক আছে সন্দেহে পিকআপ ভ্যানকে ধাওয়া, দুই র‍্যাব সদস্যসহ নিহত ৩

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০: ৪১
মাদক আছে সন্দেহে পিকআপ ভ্যানকে ধাওয়া, দুই র‍্যাব সদস্যসহ নিহত ৩

মাগুরার সাঁইত্রিশ রাওতড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের আরেক সদস্য। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে মাদক আছে সন্দেহে একটি পিকআপ ভ্যানকে থামতে বলে ঝিনাইদহ র‍্যাব-৬। কিন্তু গাড়িটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যায়। তখন র‍্যাবের গাড়িটি ওই পিকআপকে ধাওয়া করে মাগুরার রাওতড়া নামক স্থানে এসে দুর্ঘটনায় পড়ে। এতে দুজন র‍্যাব সদস্যসহ নিহত হয়েছেন তিনজন। 

নিহত র‍্যাব সদস্যরা হলেন আনিসুর রহমান (৩৫) ও ফারুক হোসেন (৩৮) এবং পিকআপচালক। পিকআপচালকের পরিচয় পাওয়া যায়নি। আনিসুর রহমান ঘটনাস্থলেই নিহত হন আর ফারুক হোসেনকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। র‍্যাবের আহত আরেক সদস্য নাজমুল হোসেনকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‍্যাবের সদস্যরা ঝিনাইদহে চেকপোস্ট চালাচ্ছিলেন। পরে সন্দেহ হলে তাঁরা একটি পিকআপ ভ্যানকে থামতে বলেন। ভ্যানটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় দুটি গাড়ির দুর্ঘটনা ঘটে। 

পরে হাইওয়ে পুলিশ ধাওয়া করা পিকআপ থেকে ৩৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, দুজন হাসপাতালে আনার পর মারা যান। তাঁদের শরীরের নানা জায়গায় থেঁতলে যাওয়ার চিহ্ন রয়েছে। অপরজনকে হাসপাতালে আনার আগেই মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

স্ত্রী পুরুষ নন—আদালতে প্রমাণ করতে হবে মাখোঁকে

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময়-প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত