মাগুরা প্রতিনিধি
মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভের পর এবার মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত ছাত্র-জনতা।
আজ রোববার বেলা ১১টার দিকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা। বিক্ষোভকারীদের মধ্যে সংগঠক মো. সেলিম মিয়া বলেন, ‘আসামিদের অবিলম্বে ফাঁসির দাবি করছি আমরা। ফাঁসি না দিয়ে আমরা ঘরে ফিরব না।’
এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি সাদিয়া ইসলাম বলেন, ‘নারীর ওপর এমন নির্যাতন আমরা সইব না। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে আমরা পথে থাকব।’
বিক্ষোভকালে সেনাবাহিনীর সদস্যরা আদালত চত্বর ঘিরে রাখেন। তাঁরা ছাত্র-জনতাকে আইনের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান। দুপুরে আদালতের সামনের সড়কে ছাত্ররা জোহরের নামাজ আদায় করেন।
এরপর বেলা ২টার দিকে সেনাবাহিনীর অনুরোধে সেখান থেকে বিক্ষোভকারীরা চলে যান মাগুরা শহরের ভায়না মোড়ে। সেখানে গিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষোভের অন্যতম নেতৃত্বদানকারী সাদিয়া বলেন, ‘আমাদের দাবি ধর্ষকদের ২৪ ঘণ্টার ভেতরে ফাঁসি দেওয়া। তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’
এদিকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি না হওয়ায় এখনো কোনো নির্দেশনা তিনি আদালত থেকে পাননি।
মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভের পর এবার মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত ছাত্র-জনতা।
আজ রোববার বেলা ১১টার দিকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা। বিক্ষোভকারীদের মধ্যে সংগঠক মো. সেলিম মিয়া বলেন, ‘আসামিদের অবিলম্বে ফাঁসির দাবি করছি আমরা। ফাঁসি না দিয়ে আমরা ঘরে ফিরব না।’
এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি সাদিয়া ইসলাম বলেন, ‘নারীর ওপর এমন নির্যাতন আমরা সইব না। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে আমরা পথে থাকব।’
বিক্ষোভকালে সেনাবাহিনীর সদস্যরা আদালত চত্বর ঘিরে রাখেন। তাঁরা ছাত্র-জনতাকে আইনের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান। দুপুরে আদালতের সামনের সড়কে ছাত্ররা জোহরের নামাজ আদায় করেন।
এরপর বেলা ২টার দিকে সেনাবাহিনীর অনুরোধে সেখান থেকে বিক্ষোভকারীরা চলে যান মাগুরা শহরের ভায়না মোড়ে। সেখানে গিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষোভের অন্যতম নেতৃত্বদানকারী সাদিয়া বলেন, ‘আমাদের দাবি ধর্ষকদের ২৪ ঘণ্টার ভেতরে ফাঁসি দেওয়া। তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’
এদিকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি না হওয়ায় এখনো কোনো নির্দেশনা তিনি আদালত থেকে পাননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৬ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৬ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৭ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৭ ঘণ্টা আগে