মাগুরা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত মাগুরা। আজ রোববার সকাল ১০টার পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেহেদী হাসান রাব্বী নামে একজনসহ চারজন মারা গেছেন। রাব্বী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। অপর তিনজন শিক্ষার্থী হলেন ফরহাদ হোসেন ও সুমন শেখ, আহাদ মোল্লা। গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক।
ছাত্রদল নেতা রাব্বীর বাড়ি শহরের বৈরনাতুল গ্রামে। শিক্ষার্থী ফরহাদ হোসেনের বাড়ী শ্রীপুরের রায়নগরে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সুমন শেখের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন এবং আহাদ মোল্লার বাড়ি একই উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী বেলা ১১টায় পারনান্দুয়ালী এলাকায় ছাত্র–জনতা ও পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হন। এরপর দুপুর ১২টায় তাঁকে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অপর দিকে ফরহাদ হোসেন একই জায়গাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে সদর হাসপাতালের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী সুমন শেখ ও আহাদ মোল্লা গুলিবিদ্ধ হন মহম্মদপুর সদরে। জানা যায়, আন্দোলনকারীরা স্থানীয় থানা ঘেরাও করতে গেলে পুলিশ ছাত্র–জনতার ওপরে গুলি করে। এরপর সুমন শেখ ও আহাদ মোল্লা গুলিবিদ্ধ হলে তাঁকে মাগুরা সদর হাসপাতালে আনা হয় বেলা ২টায়। সেখানে এই শিক্ষার্থীর মৃত্যু ঘোষণা করেন সদর হাসপাতালের পরিচালক মহসিন হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত মাগুরা। আজ রোববার সকাল ১০টার পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেহেদী হাসান রাব্বী নামে একজনসহ চারজন মারা গেছেন। রাব্বী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। অপর তিনজন শিক্ষার্থী হলেন ফরহাদ হোসেন ও সুমন শেখ, আহাদ মোল্লা। গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক।
ছাত্রদল নেতা রাব্বীর বাড়ি শহরের বৈরনাতুল গ্রামে। শিক্ষার্থী ফরহাদ হোসেনের বাড়ী শ্রীপুরের রায়নগরে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সুমন শেখের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন এবং আহাদ মোল্লার বাড়ি একই উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী বেলা ১১টায় পারনান্দুয়ালী এলাকায় ছাত্র–জনতা ও পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হন। এরপর দুপুর ১২টায় তাঁকে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অপর দিকে ফরহাদ হোসেন একই জায়গাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে সদর হাসপাতালের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী সুমন শেখ ও আহাদ মোল্লা গুলিবিদ্ধ হন মহম্মদপুর সদরে। জানা যায়, আন্দোলনকারীরা স্থানীয় থানা ঘেরাও করতে গেলে পুলিশ ছাত্র–জনতার ওপরে গুলি করে। এরপর সুমন শেখ ও আহাদ মোল্লা গুলিবিদ্ধ হলে তাঁকে মাগুরা সদর হাসপাতালে আনা হয় বেলা ২টায়। সেখানে এই শিক্ষার্থীর মৃত্যু ঘোষণা করেন সদর হাসপাতালের পরিচালক মহসিন হোসেন।
সংসারের সচ্ছলতা আনতে ছয় মাস আগে ইতালির যাওয়ার স্বপ্নে বাড়ি ছাড়েন মাদারীপুরের যুবক জীবন ঢালী। কিন্তু ২২ বছর বয়সী এই যুবকের স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।
৩২ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করে সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার ফাইনালের ‘মঞ্চ পরিবেশনা’ কোর্সের পরীক্ষা নির্ধারিত তারিখের আগেই অনুষ্ঠিত হওয়ায় গুরুতর অনিয়ম হয়েছে বলে জানা
৩৬ মিনিট আগেডিঙি নৌকাটির কোনো মাঝি নেই। দু’পাশে বাঁধা শেকলের সঙ্গে ঝুলছে লম্বা দড়ি। এই দড়ি টেনেই প্রতিদিন শিব নদী পার হতে হয় গ্রামবাসীকে। প্রায় ১০০ গজ প্রশস্ত এই নদীই আবার গ্রামের শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার প্রধান পথ। দিনভর কয়েকশ মানুষ ছাড়াও শতাধিক শিক্ষার্থী এভাবেই পারাপার হয়।
৩৮ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়োকালে উপকূলীয় এলাকার গহিন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধারদের মধ্যে কেউ অপহরণ শিকার; আবার কেউ কেউ মালয়েশিয়া যাওয়ার উদ্দ্যেশে এসে সংঘবদ্ধ দালাল চক্রের হাতে
৪১ মিনিট আগে