মাগুরা প্রতিনিধি
সাকিব আল হাসান বলেছেন, ‘আমাদের প্রচেষ্টা থাকবে আমরা যেন ভোটকেন্দ্রে বেশি পরিমাণে ভোটার টানতে পারি। আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার। সব ভোটার যেন ভোটকেন্দ্রে আসেন, সেটা সবাইকে চেষ্টা করতে হবে।’
আজ সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়ে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সাকিব বলেন, ‘ভোটাররা যেন আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাঁকে ভোট দিতে পারেন। আমাকেও আমি ভোট দিতে বলছি। ভোটাধিকার সবার গণতান্ত্রিক অধিকার। এই পাঁচ বছরে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাঁরা তাঁদের পছন্দসই প্রার্থীকে ভোট দিন। আমি চাই, তাঁরা তাঁদের ভোটের যে অধিকার, তা যেন দিতে পারে নির্বাচনের দিন।’
ক্রিকেটার থেকে মাগুরার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন; মাগুরা নিয়ে তাঁর ভাবনা জানতে চাইলে সাংবাদিকদের সাকিব বলেন, ‘মাগুরা থেকে আমি অনেক কিছু পেয়েছি। মাগুরা থেকে আমার আর কিছু চাইবার নেই। বরং নিজ জেলা মাগুরাকে দিতে চাই এবার। মানুষের সেবা করতে চাই, একজন জনপ্রতিনিধি হয়ে যা করা সহজ হবে। আমি কিছু দিতে পারলে মাগুরার জন্য সেটা আমার জন্য খুব ভালো লাগবে। সবার পরামর্শ শুনব, কথা শুনব। এগিয়ে যাবে মাগুরা আশা করি।’
মাগুরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের বেগের কাছ থেকে সাকিব নৌকা প্রতীক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।
নৌকা প্রতীকের পাশাপাশি রিটার্নিং কার্যালয়ে থেকে প্রতীক পান বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সাইফিন সাইফ (লাঙ্গল প্রতীক), তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি (সোনালি আঁশ) এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতসিম বিল্লাহ (টেলিভিশন)।
জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানা গেছে, আজ দুপুর থেকে প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন।
সাকিব আল হাসান বলেছেন, ‘আমাদের প্রচেষ্টা থাকবে আমরা যেন ভোটকেন্দ্রে বেশি পরিমাণে ভোটার টানতে পারি। আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার। সব ভোটার যেন ভোটকেন্দ্রে আসেন, সেটা সবাইকে চেষ্টা করতে হবে।’
আজ সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়ে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সাকিব বলেন, ‘ভোটাররা যেন আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাঁকে ভোট দিতে পারেন। আমাকেও আমি ভোট দিতে বলছি। ভোটাধিকার সবার গণতান্ত্রিক অধিকার। এই পাঁচ বছরে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাঁরা তাঁদের পছন্দসই প্রার্থীকে ভোট দিন। আমি চাই, তাঁরা তাঁদের ভোটের যে অধিকার, তা যেন দিতে পারে নির্বাচনের দিন।’
ক্রিকেটার থেকে মাগুরার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন; মাগুরা নিয়ে তাঁর ভাবনা জানতে চাইলে সাংবাদিকদের সাকিব বলেন, ‘মাগুরা থেকে আমি অনেক কিছু পেয়েছি। মাগুরা থেকে আমার আর কিছু চাইবার নেই। বরং নিজ জেলা মাগুরাকে দিতে চাই এবার। মানুষের সেবা করতে চাই, একজন জনপ্রতিনিধি হয়ে যা করা সহজ হবে। আমি কিছু দিতে পারলে মাগুরার জন্য সেটা আমার জন্য খুব ভালো লাগবে। সবার পরামর্শ শুনব, কথা শুনব। এগিয়ে যাবে মাগুরা আশা করি।’
মাগুরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের বেগের কাছ থেকে সাকিব নৌকা প্রতীক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।
নৌকা প্রতীকের পাশাপাশি রিটার্নিং কার্যালয়ে থেকে প্রতীক পান বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সাইফিন সাইফ (লাঙ্গল প্রতীক), তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি (সোনালি আঁশ) এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতসিম বিল্লাহ (টেলিভিশন)।
জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানা গেছে, আজ দুপুর থেকে প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে মোবাইল ব্যাংকিং বিকাশের এক ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। তাঁকে
২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পানের দোকানদারকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ইমদাদ ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা কামাল হোসেন নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে...
৫ মিনিট আগেকুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে ৪টি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। হোমনা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মামলা করেন।
২৮ মিনিট আগেপরিষদের উপদেষ্টা ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এখানে নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিস্তারে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। অথচ এখন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই।
৪২ মিনিট আগে