মাদারীপুর প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং যানজট সৃষ্টি হয়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহণের একটি বাস এবং বরিশালগামী সুগন্ধা পরিবহণের বাস রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) আরজ আলী বলেন, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন সামান্য আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং যানজট সৃষ্টি হয়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহণের একটি বাস এবং বরিশালগামী সুগন্ধা পরিবহণের বাস রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) আরজ আলী বলেন, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন সামান্য আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় দুই বছর পর ৫৬ টন ভারতীয় টমেটো আমদানি করা হয়েছে। এতে বাজারে টমেটোর দাম কমবে বলে আশা করছেন ক্রেতা-বিক্রেতারা।
২ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদ ছাড়াই ভয়েস অফ সিইউ নামে স্বতন্ত্র সম্পাদকীয় প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে শীর্ষ পদগুলো ছাড়া ১০টি পদে প্রার্থী দেওয়া হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে চাকসু ভবনের সামনে
১৯ মিনিট আগেব্রাজিলে অনুষ্ঠেয় কপ৩০ সম্মেলনের ছয় সপ্তাহ আগে জাতিসংঘ সাধারণ পরিষদে একত্র হচ্ছেন বিশ্বনেতারা। এই সম্মেলন সামনে রেখে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),
২৫ মিনিট আগেপিরোজপুরের মঠবাড়িয়ায় লামিয়া আক্তার পলি (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে গৃহবধূর বাবার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর বাবা লিটন হাওলাদার ও স্বামী হাসান মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
২৭ মিনিট আগে