মাদারীপুর প্রতিনিধি
মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে মাদারীপুরে সবুজ মৃধা নামে এক যুবকের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের (মেডিকেল অফিসার) চিকিৎসক শাওলীন আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত যুবকের দুই হাত ও পায়ের ৯০ ভাগ কেটে ফেলেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ, আহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার বাদশা মৃধার ছেলে সবুজ মৃধা (৩০) মঙ্গলবার বিকেলে মোবাইলে জরুরি কল পেয়ে বাসা থেকে বের হয়ে যান। রিকশা করে শহরের লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে ফেলে তারা।
এ সময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সবুজকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত সবুজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতও আছে।
আহত যুবকের বাবা বাদশা মৃধা বলেন, ‘আমার ছেলের ওপর হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে বিচার চাই। এভাবে আমার ছেলের ওপর হামলা করেছে, তা মেনে নেওয়া যায় না।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা হতে পারে।
মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে মাদারীপুরে সবুজ মৃধা নামে এক যুবকের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের (মেডিকেল অফিসার) চিকিৎসক শাওলীন আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত যুবকের দুই হাত ও পায়ের ৯০ ভাগ কেটে ফেলেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ, আহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার বাদশা মৃধার ছেলে সবুজ মৃধা (৩০) মঙ্গলবার বিকেলে মোবাইলে জরুরি কল পেয়ে বাসা থেকে বের হয়ে যান। রিকশা করে শহরের লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে ফেলে তারা।
এ সময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সবুজকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত সবুজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতও আছে।
আহত যুবকের বাবা বাদশা মৃধা বলেন, ‘আমার ছেলের ওপর হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে বিচার চাই। এভাবে আমার ছেলের ওপর হামলা করেছে, তা মেনে নেওয়া যায় না।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা হতে পারে।
চট্টগ্রাম বন্দরের নাব্যতা বাড়াতে কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে। এর ফলে বড় জাহাজ আর লাইটার জাহাজের চলাচল এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। সদরঘাট থেকে বাকলিয়াচর পর্যন্ত নদীর গভীরতা বেড়েছে ৪ মিটার। ফলে জেটিতে বড় জাহাজ ভিড়তে পারছে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বহুতল ভবনে দীর্ঘ ছয় মাস ধরে বিদ্যুৎ-সংযোগ নেই। এদিকে প্রতিষ্ঠানটিতে রয়েছে শিক্ষকসংকট। প্রতিষ্ঠানের প্রধান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজুর রহমানের কর্মস্থল ফরিদপুর হওয়ায় তিনিও নিয়মিত মাদারীপুরে আসেন না।
৩ ঘণ্টা আগেরংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অসুস্থ গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে আক্রান্ত হন একজন; অন্যজন অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে আক্রান্ত হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার রাতে মো. মোজাম্মেল হোসেন (৫০) নামের মাদকাসক্ত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মো. সিরাজউদ্দিনের ছেলে।
৬ ঘণ্টা আগে