মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুল (২৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হন।
নিহত জাহিদুল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি বেলুন বিক্রেতা ছিলেন।
আহতরা হলেন ফরিদপুর বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), ফরিদপুর কাইচাইল এলাকার জুবায়ের (২৩), রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০), হেমায়েত ব্যাপারী (৪০) ও হাওয়া বিবি (৩০)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজৈর বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশের একটি পুকুরপাড়ে বেলুনে গ্যাস ভরার কাজ করছিলেন তিন বিক্রেতা। গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা আরও এক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া বিস্ফোরণের সময় সিলিন্ডার উড়ে গিয়ে ৪০০ মিটার দূরে হেমায়েত বেপারীর বাড়িতে পড়লে আরও দুজন আহত হন।
এ বিষয়ে আসাদুল ব্যাপারী নামে একজন বলেন, ‘আমি পুকুরপাড়ের রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ হয় এবং পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। এ সময় দৌড়ে এসে দেখি দুইজনের পা নেই। আরও দুজনের ঘাড় আর কানের দিকে থেকে রক্ত বের হচ্ছে। পরে তাঁদের ভ্যানে করে হাসপাতালে পাঠাই।’
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, সিলিন্ডার বিস্ফোরণে এক বিক্রেতা মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুল (২৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হন।
নিহত জাহিদুল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি বেলুন বিক্রেতা ছিলেন।
আহতরা হলেন ফরিদপুর বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), ফরিদপুর কাইচাইল এলাকার জুবায়ের (২৩), রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০), হেমায়েত ব্যাপারী (৪০) ও হাওয়া বিবি (৩০)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজৈর বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশের একটি পুকুরপাড়ে বেলুনে গ্যাস ভরার কাজ করছিলেন তিন বিক্রেতা। গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা আরও এক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া বিস্ফোরণের সময় সিলিন্ডার উড়ে গিয়ে ৪০০ মিটার দূরে হেমায়েত বেপারীর বাড়িতে পড়লে আরও দুজন আহত হন।
এ বিষয়ে আসাদুল ব্যাপারী নামে একজন বলেন, ‘আমি পুকুরপাড়ের রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ হয় এবং পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। এ সময় দৌড়ে এসে দেখি দুইজনের পা নেই। আরও দুজনের ঘাড় আর কানের দিকে থেকে রক্ত বের হচ্ছে। পরে তাঁদের ভ্যানে করে হাসপাতালে পাঠাই।’
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, সিলিন্ডার বিস্ফোরণে এক বিক্রেতা মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি মা হাতির ডান পা ক্ষতবিক্ষত হয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়েছে। হাতিটি গত সাত দিন সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে থাকার পর গতকাল সোমবার বাংলাদেশ সীমান্ত সড়ক পেরিয়ে স্থানীয় একটি গ্রামে ঢুকে ধানখেত ও পানের বরজ নষ্ট করে। এখন
১ সেকেন্ড আগেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ৫ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগে শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন।
১৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা শুরুর আগে কিছু ছাত্র স্কুলমাঠে গিয়ে প্রকাশ্যে হাতুড়ি দেখানোয় খেলা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার দুই স্কুলের মধ্যে ফুটবল সেমিফাইনাল হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী খেলা স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগেকমলা রঙের সালোয়ার কামিজ পরা এক নারীকে নিয়ে টানাটানি করছেন চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি। তাঁরা দুজনই ওই নারীকে স্ত্রী দাবি করছেন। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের চারখাম্বার মোড়ে এই দৃশ্য দেখা যায়। আর তাই দেখতে ভিড় জমে উৎসুক মানুষদের। খবর পেয়ে পুলিশ তিনজনকেই নিয়ে যায় থানায়।
২০ মিনিট আগে