প্রতিনিধি, মাদারীপুর
বন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলায় ২২২ হেক্টর জমির রোপা আমন খেত ও সবজি খেত পানিতে ডুবে গেছে। দীর্ঘ সময় ধরে ডুবে থাকায় আমন ধানের গাছগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কৃষকদের কপালে। দ্রুত পানি সরে না গেলে ধান গাছগুলো টিকবে কি-না তা নিয়ে শঙ্কায় চাষিরা। এতে করে এ অঞ্চলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ১৫টি ইউনিয়নের ফসলি মাঠে রোপা আমন গাছগুলো পানিতে তলিয়ে গেছে। উপজেলার বাঁশগাড়ি, পূর্ব এনায়েতনগর, সাহেবরামপুর, গোপালপুর, নবগ্রাম, ডাসার, কাজীবাকাইসহ ১৫টি ইউনিয়নের উঁচু জমিতে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ ও বপন করা হয়েছিল। সৃষ্ট বন্যার ফলে অনেক জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।
উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষক ছলেমান মাতুব্বর বলেন, বন্যার পানিতে রোপা আমন ধান তলিয়ে গেছে। এখন দ্রুত পানি সরে না গেলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, উপজেলায় প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ ও বপন করা হয়েছিল। বর্তমানে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় দুই শত ২০ হেক্টর জমির ধান ও দুই হেক্টর জমির সবজি পানির নিচে চলে গেছে। এতে করে এ উপজেলার কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে।
বন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলায় ২২২ হেক্টর জমির রোপা আমন খেত ও সবজি খেত পানিতে ডুবে গেছে। দীর্ঘ সময় ধরে ডুবে থাকায় আমন ধানের গাছগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কৃষকদের কপালে। দ্রুত পানি সরে না গেলে ধান গাছগুলো টিকবে কি-না তা নিয়ে শঙ্কায় চাষিরা। এতে করে এ অঞ্চলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ১৫টি ইউনিয়নের ফসলি মাঠে রোপা আমন গাছগুলো পানিতে তলিয়ে গেছে। উপজেলার বাঁশগাড়ি, পূর্ব এনায়েতনগর, সাহেবরামপুর, গোপালপুর, নবগ্রাম, ডাসার, কাজীবাকাইসহ ১৫টি ইউনিয়নের উঁচু জমিতে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ ও বপন করা হয়েছিল। সৃষ্ট বন্যার ফলে অনেক জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।
উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষক ছলেমান মাতুব্বর বলেন, বন্যার পানিতে রোপা আমন ধান তলিয়ে গেছে। এখন দ্রুত পানি সরে না গেলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, উপজেলায় প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ ও বপন করা হয়েছিল। বর্তমানে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় দুই শত ২০ হেক্টর জমির ধান ও দুই হেক্টর জমির সবজি পানির নিচে চলে গেছে। এতে করে এ উপজেলার কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৭ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৭ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
৮ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে