প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)
করোনাভাইরাসের প্রভাবে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশনে রাজস্ব আয় এবারও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় গত বছর রাজস্ব আদায় বেড়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ।
জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২১ অর্থবছরে বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১৩ কোটি ৮০ লাখ টাকা। আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকা কম। যেখানে আগের অর্থবছরে (২০১৯-২০২০) লক্ষ্যমাত্রা ছিল ১০৪ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। আদায় হয়েছিল ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসাবে মহামারি পরিস্থিতিতে ২০২০-২০২১ অর্থবছরে আগের বছরের প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর বিভাগের অধীনে বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আদায়ের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ। যা এ শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের ইতিহাসে অতীতের চেয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, শুল্ক স্টেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজস্ব আদায়ে জোর চেষ্টা চালানো হয়। গত অর্থবছরের চেয়ে রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়েছে। তবে বর্তমানে এমন পরিস্থিতি না থাকলে রাজস্ব আয় অনেক বেড়ে যেত।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, করোনা পরিস্থিতে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ব্যবসা-বাণিজ্য করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, প্রশাসন ও ব্যবসায়ীরা আন্তরিক থাকায় রাজস্ব আয় বাড়ছে। এ স্থলবন্দরের ব্যবসায়ী পরিধি, সড়ক, রেল যোগাযোগ বৃদ্ধি এবং কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হলে রাজস্ব আয় কয়েকগুণ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
করোনাভাইরাসের প্রভাবে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশনে রাজস্ব আয় এবারও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় গত বছর রাজস্ব আদায় বেড়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ।
জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২১ অর্থবছরে বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১৩ কোটি ৮০ লাখ টাকা। আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকা কম। যেখানে আগের অর্থবছরে (২০১৯-২০২০) লক্ষ্যমাত্রা ছিল ১০৪ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। আদায় হয়েছিল ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসাবে মহামারি পরিস্থিতিতে ২০২০-২০২১ অর্থবছরে আগের বছরের প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর বিভাগের অধীনে বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আদায়ের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ। যা এ শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের ইতিহাসে অতীতের চেয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, শুল্ক স্টেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজস্ব আদায়ে জোর চেষ্টা চালানো হয়। গত অর্থবছরের চেয়ে রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়েছে। তবে বর্তমানে এমন পরিস্থিতি না থাকলে রাজস্ব আয় অনেক বেড়ে যেত।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, করোনা পরিস্থিতে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ব্যবসা-বাণিজ্য করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, প্রশাসন ও ব্যবসায়ীরা আন্তরিক থাকায় রাজস্ব আয় বাড়ছে। এ স্থলবন্দরের ব্যবসায়ী পরিধি, সড়ক, রেল যোগাযোগ বৃদ্ধি এবং কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হলে রাজস্ব আয় কয়েকগুণ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর ছেলে।
১৩ মিনিট আগেনরসিংদী পৌর শহরের আরশীনগর এলাকায় পরিবহণ থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটকের পর অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে।
২১ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মো. খোকন মিয়া (৪৫) নামের এক ইজিবাইকের চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মগঢুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৩ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছোট ভাই মো. হানিফকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তাঁর চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার আঠালিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত হানিফ ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের ইলা বেপারীর ছেলে। তিনি পেশায় মমতা চক্ষু...
২৯ মিনিট আগে