Ajker Patrika

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার শাকচর, চররুহিতা ও ধর্মপুর এলাকায় তাদের মৃত্যু হয়।

মৃত তিন শিশু হলো তুহিন (৪), ফারাবি আহাম্মদ (২) ও সাদ্দাম হোসেন (২)।

তুহিন চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের আবুল বাসারের ছেলে; ফারাবি আহাম্মদ শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মো. ইউনুছের ছেলে এবং সাদ্দাম হোসেন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সুমনের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পৃথক এলাকায় মৃত তিনটি শিশুকে নিয়ে আসা হয়। সবাই পুকুরে পড়ে ডুবে যায়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আমরা কাউকেই জীবিত অবস্থায় পাইনি। স্বজনেরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশু মৃত্যুর খবর পেয়েছি। এটি খুবই দুঃখজনক ঘটনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত