Ajker Patrika

লক্ষ্মীপুরে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা
লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মাদক কারবারকে কেন্দ্র করেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। আজ সোমবার ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে তাঁকে হত্যা করা হয়। নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে। সকালে নিহত বাবলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাইটার বাবলু স্থানীয় শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী হিসেবে মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক কারবারিকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার হয়েছিল ফাইটার বাবলু। সপ্তাহখানেক আগে তিনি জামিনে বের হয়ে আসেন। মাদক কারবারকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী। কিছুদিন আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে বাবলু জামিনে বের হয়ে আসে। শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী হয়ে মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক কারবারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত