Ajker Patrika

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হচ্ছে, রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন (৪) এবং লক্ষ্মীপুর সদরের মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন (৫)।

পুলিশ ও স্বজনেরা জানান, নানার বাড়িতে বেড়াতে এসেছিল জিহাদ হোসেন ও নাজিম হোসেন। আজ বিকেল ৫টার দিকে নানাবাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। খেলাধুলার একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে দুই শিশুর ভাসমান লাশ পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি বলেন, যেহেতু এটি দুর্ঘটনা এবং পরিবারের কোনো অভিযোগ নেই, এই কারণে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোনো সমস্যা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

ট্রাকের নিচে ঢুকে গেল অটোরিকশা, কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ