কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আলাল হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে পিটিয়ে ১৮টি হাঁস মারার অভিযোগ করেছেন গৃহবধূ মোছা মর্জিনা খাতুন (৫২)। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কৃষক ওই এলাকার রহমান হোসেনের ছেলে। অপরদিকে ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার মো. আমিরুল ইসলামের স্ত্রী। এঘটনায় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন মর্জিনা খাতুন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতপাড়া এলাকায় পদ্মা নদীর কাছে কৃষক আলালের দেড় বিঘা জমি আছে। সেখানে তিনি ধানের চাষাবাদ করেছেন। তাঁর ধানখেতে গৃহবধূ মর্জিনার হাঁসগুলো খাবার খেতে গিয়েছিল। এতে তাঁর ফসলের ক্ষতির সম্ভাবনা দেখে লাঠি দিয়ে পিটিয়ে ১৮টি হাঁস মেরে ফেলেন তিনি। হাঁসগুলো ডিম পাড়ত আর ডিম বিক্রির টাকায় মর্জিনার সংসার চলত।
আজ সোমবার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মর্জিনার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এখন চাল ডাল দিবিন কিডা, হাঁসই আমার খাতি দিত। ডিম বেঁচেই সব করি। এখন কিডা দেখপিনি আমার। ক্যাম্বো চলবিনি সংসার।’
মর্জিনা আরও বলেন, ‘৩০ হাজার টাকা লোন করে হাঁস পালন করছিলাম। তিন মেয়ের বিয়ে দিছি। বাড়িতে অসুস্থ স্বামী। আলাল শত্রুতা করে হাঁসগুলো পিটিয়ে মারেসে। আমি এর বিচার চাই।’
ঘটনার প্রত্যক্ষদর্শী আবু জাফরের ছেলে কৃষক টিপু সুলতান বলেন, ‘সকালে জমি দেখতে এসেছিলাম। এ সময় দেখি আলাল লাঠি দিয়ে পিটিয়ে হাঁস মারছে। খুব খারাপ কাজ করেছে আলাল। এর বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে অভিযুক্ত কৃষক আলাল বলেন, ‘মর্জিনার হাঁস আমার ধান নষ্ট করছিল। জমি থেকে হাঁসগুলো তাড়াতে গিয়ে লাঠির আঘাত পেয়েছে হাঁস। তবে আমি মাত্র ২টা হাঁস মারিছি।’
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বর মো. মাসুদ রানা বলেন, সকালে পরিষদ চত্বরে খুব কান্নাকাটি করছিল মর্জিনা। পরে শুনে দেখি তাঁর আয়ের উৎস হাঁস গুলো আলাল নামের কৃষক পিটিয়ে মেরেছে। বিষয়টি খুব দুঃখজনক। এর বিচার হওয়ার দরকার।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা বলেন, একটা অপরাধ ঢাকতে গিয়ে কৃষক আরেকটা অপরাধ করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পরিষদে উভয় পক্ষকে নিয়ে বসা হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে আলাল হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে পিটিয়ে ১৮টি হাঁস মারার অভিযোগ করেছেন গৃহবধূ মোছা মর্জিনা খাতুন (৫২)। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কৃষক ওই এলাকার রহমান হোসেনের ছেলে। অপরদিকে ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার মো. আমিরুল ইসলামের স্ত্রী। এঘটনায় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন মর্জিনা খাতুন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতপাড়া এলাকায় পদ্মা নদীর কাছে কৃষক আলালের দেড় বিঘা জমি আছে। সেখানে তিনি ধানের চাষাবাদ করেছেন। তাঁর ধানখেতে গৃহবধূ মর্জিনার হাঁসগুলো খাবার খেতে গিয়েছিল। এতে তাঁর ফসলের ক্ষতির সম্ভাবনা দেখে লাঠি দিয়ে পিটিয়ে ১৮টি হাঁস মেরে ফেলেন তিনি। হাঁসগুলো ডিম পাড়ত আর ডিম বিক্রির টাকায় মর্জিনার সংসার চলত।
আজ সোমবার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মর্জিনার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এখন চাল ডাল দিবিন কিডা, হাঁসই আমার খাতি দিত। ডিম বেঁচেই সব করি। এখন কিডা দেখপিনি আমার। ক্যাম্বো চলবিনি সংসার।’
মর্জিনা আরও বলেন, ‘৩০ হাজার টাকা লোন করে হাঁস পালন করছিলাম। তিন মেয়ের বিয়ে দিছি। বাড়িতে অসুস্থ স্বামী। আলাল শত্রুতা করে হাঁসগুলো পিটিয়ে মারেসে। আমি এর বিচার চাই।’
ঘটনার প্রত্যক্ষদর্শী আবু জাফরের ছেলে কৃষক টিপু সুলতান বলেন, ‘সকালে জমি দেখতে এসেছিলাম। এ সময় দেখি আলাল লাঠি দিয়ে পিটিয়ে হাঁস মারছে। খুব খারাপ কাজ করেছে আলাল। এর বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে অভিযুক্ত কৃষক আলাল বলেন, ‘মর্জিনার হাঁস আমার ধান নষ্ট করছিল। জমি থেকে হাঁসগুলো তাড়াতে গিয়ে লাঠির আঘাত পেয়েছে হাঁস। তবে আমি মাত্র ২টা হাঁস মারিছি।’
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বর মো. মাসুদ রানা বলেন, সকালে পরিষদ চত্বরে খুব কান্নাকাটি করছিল মর্জিনা। পরে শুনে দেখি তাঁর আয়ের উৎস হাঁস গুলো আলাল নামের কৃষক পিটিয়ে মেরেছে। বিষয়টি খুব দুঃখজনক। এর বিচার হওয়ার দরকার।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা বলেন, একটা অপরাধ ঢাকতে গিয়ে কৃষক আরেকটা অপরাধ করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পরিষদে উভয় পক্ষকে নিয়ে বসা হবে।
নাটোরের লালপুরে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেশমা খাতুন (২৩) নামের ওই নারী একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেন। ওই গৃহবধূ উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী।
২২ মিনিট আগেকুয়াকাটায় জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। আজ বুধবার সকালে আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিসে মাছটি নিয়ে এলে ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী মুসা। এ সময় মাছটিকে দেখতে মৎস্য বন্দরে অনেকেই ভিড় করেন।
১ ঘণ্টা আগেসারা দেশের ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি আবাসিক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
১ ঘণ্টা আগে