Ajker Patrika

সোনার দাম বেড়েই চলেছে, নতুন রেকর্ড

আজকের পত্রিকা ডেস্ক­
সোনার দাম বেড়েই চলেছে, নতুন রেকর্ড

স্বর্ণের দাম ফের নতুন রেকর্ড উচ্চতায় ওঠে এসেছে আজ বুধবার। যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা এর পেছনে বড় কারণ। পাশাপাশি এ মাসেই ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে—এমন প্রত্যাশাও স্বর্ণের আকর্ষণ বাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্পট মার্কেট তথা তাৎক্ষণিক বাজারে সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৮৯১ দশমিক ৯৬ ডলার হয়েছে। আবার আগামী ডিসেম্বরে সরবরাহ করা হবে এমন সোনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফিউচার স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৮ দশমিক ৬০ ডলারে।

সোনার দাম বাড়লেও ডলারের সূচক ০ দশমিক ২ শতাংশ কমেছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ফলে ডলারের দামে নির্ধারিত স্বর্ণ বিদেশি ক্রেতাদের জন্য আরও সস্তা হয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান অ্যাকটিভট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘ডলার দুর্বল হচ্ছে ফেডের নরম অবস্থানের প্রত্যাশার কারণে। কংগ্রেসে ব্যর্থ হয়ে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারের অচলাবস্থা তৈরি হয়েছে। এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

মার্কিন সরকার বেশিরভাগ কার্যক্রম বন্ধ রেখেছে। এতে হাজারো সরকারি চাকরি ঝুঁকির মুখে পড়েছে। কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে তীব্র দ্বন্দ্বের কারণে তহবিল বরাদ্দে সমঝোতা হয়নি। এই অচলাবস্থার কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে দেরি হতে পারে। শুক্রবার প্রকাশ হওয়ার কথা ছিল নন-ফার্ম পে–রোলস (এনএফপি) রিপোর্ট।

অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। সুদের হার কম থাকলে এ ধাতুর দাম আরও বাড়ে।

বিনিয়োগ ব্যাংক জুলিয়াস বেয়ারের বিশ্লেষক কার্স্টেন মেঙ্কে বলেন, ‘ফেড আসলে এনএফপি রিপোর্টের জন্য অপেক্ষা করবে না। কারণ, এখনো মার্কিন সুদের হার নিরপেক্ষ হারের চেয়ে বেশি। মুদ্রানীতি তাই কঠোর। যদি অর্থনীতি ধীর হয়, তবে সুদের হার অন্তত নিরপেক্ষ পর্যায়ে নামানো দরকার।’

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা ৯৫ শতাংশ সম্ভাবনা দেখছেন যে, ফেড এ মাসেই সুদের হার কমাবে। এদিকে এডিপি ন্যাশনাল এমপ্লয়মেন্ট রিপোর্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে আজ। এতে শ্রমবাজার সম্পর্কে বাড়তি তথ্য পাওয়া যাবে।

অন্যান্য ধাতুর মধ্যে আজ বুধবার স্পট সিলভার ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭ দশমিক ৩৯ ডলারে উঠেছে, যা ১৪ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। প্লাটিনাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৫৮৩ দশমিক ৭৫ ডলার। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ দশমিক ৪৪ ডলারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৫ বছরের বর ও ৩৫ বছরের কনে, বাসররাতের পরদিনই মৃত্যু

‘বাঙালি সংস্কৃতির ভিত্তি হিন্দু ঐতিহ্য’: তসলিমা নাসরিনের মন্তব্যের জবাব দিলেন জাভেদ আখতার

‘দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন’, ‘দিল্লি বাবা’র চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট

সোনার দাম বেড়েই চলেছে, নতুন রেকর্ড

গাজাগামী ফ্লোটিলা থেকে যুদ্ধজাহাজ প্রত্যাহারের পর যা বললেন ইতালির প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত