ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে ইবির আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য উপাচার্য একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কলা অনুষদের ডিন এমতাজ হোসেন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট এ টি এম মিজানুর রহমান, লালন শাহ হলের প্রভোস্ট গাজী আরিফুজ্জামান খান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সহকারী প্রক্টর খাইরুল ইসলাম।
এদিকে আরেকটি তদন্ত কমিটি করেছে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হলের প্রভোস্ট আব্দুল গফুর গাজী। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন হলের আবাসিক শিক্ষক আ হ ম নুরুল ইসলাম এবং অন্য সদস্য হলেন সহকারী প্রক্টর মো. আব্দুল বারী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে সাজিদকে উদ্ধার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে ইবির আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য উপাচার্য একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কলা অনুষদের ডিন এমতাজ হোসেন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট এ টি এম মিজানুর রহমান, লালন শাহ হলের প্রভোস্ট গাজী আরিফুজ্জামান খান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সহকারী প্রক্টর খাইরুল ইসলাম।
এদিকে আরেকটি তদন্ত কমিটি করেছে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হলের প্রভোস্ট আব্দুল গফুর গাজী। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন হলের আবাসিক শিক্ষক আ হ ম নুরুল ইসলাম এবং অন্য সদস্য হলেন সহকারী প্রক্টর মো. আব্দুল বারী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে সাজিদকে উদ্ধার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি
৭ মিনিট আগেসকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
১৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
২৫ মিনিট আগেটাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
২৮ মিনিট আগে