কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ আলী।
তবে এটিকে হয়রানিমূলক মামলা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
মামলায় উল্লেখ করা হয়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডে পূর্ব ঘোষিত সারা দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে রাষ্ট্রের সম্পদ ক্ষতিসাধন করার জন্য সমবেত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী দৌড়ে পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে ১২টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বাঁশের লাঠি ও আটটি কাঠের বাটাম উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমুল ইসলাম অপু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আমাদের নেতা-কর্মীরা কোনো ধরনের অপরাধ করেনি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রের ক্ষতিসাধন করতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুষ্টিয়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ আলী।
তবে এটিকে হয়রানিমূলক মামলা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
মামলায় উল্লেখ করা হয়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডে পূর্ব ঘোষিত সারা দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে রাষ্ট্রের সম্পদ ক্ষতিসাধন করার জন্য সমবেত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী দৌড়ে পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে ১২টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বাঁশের লাঠি ও আটটি কাঠের বাটাম উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমুল ইসলাম অপু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আমাদের নেতা-কর্মীরা কোনো ধরনের অপরাধ করেনি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রের ক্ষতিসাধন করতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
‘আন্দোলনকারীদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা আমাদের ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ করেছে। আমরা বলেছি, তারা অবরোধ প্রত্যাহার করলে আমরাও ১৪৪ ধারা প্রত্যাহার করব।’
৬ মিনিট আগেরাজধানীর গুলশান থেকে মদবোঝাই কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গুলশানের ডিসিসি (উত্তর) পাকা সুপার মার্কেটের সামনের রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়।
২০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে পিকআপ ভ্যান ও স্কুটির সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সান্তাহার-বগুড়া মহাসড়কের ইন্দইলে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে একটি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ চারজনকে দুদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
৪২ মিনিট আগে