কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর বনগ্রামের কৃষক রেজাউলকে কুপিয়ে হত্যার অপরাধে ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঘটনার ১৬ বছর পর আজ সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের-১ বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার অপর ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রামের উজ্জ্বল শেখ (৫১), সেজ্জাত প্রকাশ সুজাত শেখ (৪১), সুজন শেখ (৩৯), আব্দুল গফুর শেখ (৬১) এবং জালাল উদ্দিন শেখ (৫৪)। এর মধ্যে উজ্জ্বল শেখ, সেজ্জাত প্রকাশ সুজাত শেখ, সুজন শেখ পলাতক রয়েছেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত ৫ আসামির মধ্যে আব্দুল গফুর ও জালাল উদ্দিনসহ মামলা থেকে খালাস পাওয়া ৭ জন উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাঝগ্রামের কৃষক আফিল উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাল উদ্দিন স্থানীয় ফসলি মাঠে একটি সেচযন্ত্র পরিচালনা করত। জমিতে সেচ দেওয়াসহ জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে এই মামলার আসামিদের বিরোধ ছিল। ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে সেচযন্ত্র চালু করার জন্য মাঠে যাওয়ার পথে আসামিরা জামাল উদ্দিন ও তাঁর ভাগনে রেজাউলকে কুপিয়ে আহত করে।
পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নেওয়া হলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিন আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে দীর্ঘ শুনানি শেষে ৫ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত রায় ঘোষণা করেন।
কুষ্টিয়ার কুমারখালীর বনগ্রামের কৃষক রেজাউলকে কুপিয়ে হত্যার অপরাধে ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঘটনার ১৬ বছর পর আজ সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের-১ বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার অপর ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রামের উজ্জ্বল শেখ (৫১), সেজ্জাত প্রকাশ সুজাত শেখ (৪১), সুজন শেখ (৩৯), আব্দুল গফুর শেখ (৬১) এবং জালাল উদ্দিন শেখ (৫৪)। এর মধ্যে উজ্জ্বল শেখ, সেজ্জাত প্রকাশ সুজাত শেখ, সুজন শেখ পলাতক রয়েছেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত ৫ আসামির মধ্যে আব্দুল গফুর ও জালাল উদ্দিনসহ মামলা থেকে খালাস পাওয়া ৭ জন উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাঝগ্রামের কৃষক আফিল উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাল উদ্দিন স্থানীয় ফসলি মাঠে একটি সেচযন্ত্র পরিচালনা করত। জমিতে সেচ দেওয়াসহ জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে এই মামলার আসামিদের বিরোধ ছিল। ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে সেচযন্ত্র চালু করার জন্য মাঠে যাওয়ার পথে আসামিরা জামাল উদ্দিন ও তাঁর ভাগনে রেজাউলকে কুপিয়ে আহত করে।
পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নেওয়া হলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিন আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে দীর্ঘ শুনানি শেষে ৫ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত রায় ঘোষণা করেন।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২ ঘণ্টা আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে