Ajker Patrika

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত 

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩: ০২
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত 

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা দৌলদিয়াগামী নকশিকাতার ট্রেন কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতু পার হওয়ার সময় ওই নারীর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ওই নারী ব্রিজের নিচে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

খবর পেয়ে পোড়াদহের রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত