Ajker Patrika

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৬: ২০
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া শহরতলির কুমারগাড়া এলাকায় আকিবের মোটরসাইকেলের সঙ্গে সবুজের বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে দিবাগত রাত ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে আকিব হোসেন (২০) কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং খাজানগর মাদ্রাসাপাড়ার শরিফউদ্দিনের ছেলে। অন্যদিকে সবুজ হোসেন (২০) কিয়াম মেটালে কর্মরত ছিলেন এবং তিনি হররা মেটন গ্রামের পপি উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কিয়াম মেটালের কাজ শেষ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সবুজ হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আকিব মোটরসাইকেলে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত