Ajker Patrika

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষক ও ট্রলিচালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৮)। জহুরুল পেশায় কৃষক এবং কুদ্দুস শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচালক।

জানা গেছে, সকালে শ্রমিকদের নিয়ে ধান কাটতে বাড়ি থেকে পদ্মার ধারে নিজ জমিতে যান জহুরুল। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। দুপুর ১২টার দিকে বিরূপ আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাঠে পড়ে যান। এ সময় অন্য কৃষকেরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি জহুরুলকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে বেলা পৌনে ১টার দিকে ছাইবাড়ীয়ার বিল থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালক আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলিচালকের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

তোফায়েল আহমেদ হাসপাতালে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

ধর্ষণ মামলার আসামি এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ নারীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত