ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ছুটি শেষে চলতি মাসে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় খুললেও তালা বদ্ধ রয়েছে টিএসসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চড়া মূল্যে বাইরে থেকে খাবার খেতে হচ্ছে তাদের।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসি)। ক্লাস-পরীক্ষা শেষে ক্লান্তি দূর করতে শিক্ষার্থীরা চা-কফির আড্ডা দিতে চলে আসেন টিএসসির এ ক্যাফেটেরিয়াতে। ক্যাম্পাসের অন্য খাবার হোটেলগুলোর তুলনায় এখানে কম দামে ভালো মানের খাবার পাওয়া যায়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সকাল ও দুপুরের খাবার গ্রহণ করেন এখানে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসা হাসেমী আজকের পত্রিকাকে বলেন, ‘টিএসসি একটা সাংস্কৃতিক কেন্দ্র হওয়াতে শিক্ষার্থীদের আনাগোনা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ক্যাফেটেরিয়া বন্ধ থাকার কারণে খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তাদের যেতে হচ্ছে জিয়া মোড়ে অথবা আমতলার কোনো হোটেলে।’
এ বিষয়ে টিএসসির পরিচালক অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাফেটেরিয়ার পরিচালক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যারা পরিচালক হতে আগ্রহী তাদের আগামী ১৭ তারিখ দুপুরের (১২ টা) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেছি। এরপর যাচাই-বাছাই করে পরিচালক নিয়োগ দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৩ মার্চ অনিবার্য কারণ দেখিয়ে এখানকার ক্যাফেটেরিয়াটি বন্ধ করে দেওয়া হয়। ক্যাফেটেরিয়ার বাইরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে জরুরি ভিত্তিতে ক্যাফেটেরিয়া চালু করার কথা উল্লেখ করা হয়। কিন্তু বন্ধের প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখনো ক্যাফেটেরিয়াটি চালু হয়নি।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ছুটি শেষে চলতি মাসে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় খুললেও তালা বদ্ধ রয়েছে টিএসসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চড়া মূল্যে বাইরে থেকে খাবার খেতে হচ্ছে তাদের।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসি)। ক্লাস-পরীক্ষা শেষে ক্লান্তি দূর করতে শিক্ষার্থীরা চা-কফির আড্ডা দিতে চলে আসেন টিএসসির এ ক্যাফেটেরিয়াতে। ক্যাম্পাসের অন্য খাবার হোটেলগুলোর তুলনায় এখানে কম দামে ভালো মানের খাবার পাওয়া যায়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সকাল ও দুপুরের খাবার গ্রহণ করেন এখানে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসা হাসেমী আজকের পত্রিকাকে বলেন, ‘টিএসসি একটা সাংস্কৃতিক কেন্দ্র হওয়াতে শিক্ষার্থীদের আনাগোনা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ক্যাফেটেরিয়া বন্ধ থাকার কারণে খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তাদের যেতে হচ্ছে জিয়া মোড়ে অথবা আমতলার কোনো হোটেলে।’
এ বিষয়ে টিএসসির পরিচালক অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাফেটেরিয়ার পরিচালক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যারা পরিচালক হতে আগ্রহী তাদের আগামী ১৭ তারিখ দুপুরের (১২ টা) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেছি। এরপর যাচাই-বাছাই করে পরিচালক নিয়োগ দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৩ মার্চ অনিবার্য কারণ দেখিয়ে এখানকার ক্যাফেটেরিয়াটি বন্ধ করে দেওয়া হয়। ক্যাফেটেরিয়ার বাইরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে জরুরি ভিত্তিতে ক্যাফেটেরিয়া চালু করার কথা উল্লেখ করা হয়। কিন্তু বন্ধের প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখনো ক্যাফেটেরিয়াটি চালু হয়নি।
পরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
৫ ঘণ্টা আগেনজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। বনের ২০টি পয়েন্টে বেপরোয়া ১০টি বাহিনী। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে এই বাহিনীর সদস্যরা লাখ লাখ টাকা আদায় করছে। মুক্তিপণ ছাড়া মিলছে না কারও মুক্তি। চলে নির্যাতনও। আতঙ্কিত বনজীবীদের অনেকেই ভয়ে পেশা বদলাচ্ছেন। এই পরিস্থিতিতে জনবল ও অস্ত্র সংকটের
৫ ঘণ্টা আগেচলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
৬ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
৬ ঘণ্টা আগে