Ajker Patrika

মোটরসাইকেলের গতি প্রতিযোগিতায় প্রাণ গেল ৩ বন্ধুর

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২৩: ০২
মোটরসাইকেলের গতি প্রতিযোগিতায় প্রাণ গেল ৩ বন্ধুর

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফারুক, রাহুল ও জুয়েল নামের তিন বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এ ঘটনায় আহত হয়েছে বিপ্লব নামের আরও একজন। 

আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনছার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত তিনজনই কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা। তাঁরা ওই সময় দুই মোটরসাইকেলে চারজন মিলে মোটরসাইকেলের গতির প্রতিযোগিতা করছিল বলে স্থানীয়রা জানায়। 

স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। তাঁরা সবাই অল্প বয়সের। তাঁদের সঙ্গে আরও চারটি মোটরসাইকেলের মধ্যে গতির প্রতিযোগিতা চলছিল। অতিরিক্ত দ্রুতগতিতে চলার সময় সামনে থেকে একটি ট্রাক আসলে সেটিকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণহীন হয়ে পাশাপাশি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কের ওপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থালেই নিহত হন। 

ইদ্রিস আলী জানান, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত বিপ্লবের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এই ঘটনা শোনার পর নিহতদের স্বজনদের কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৫ বছরের বর ও ৩৫ বছরের কনে, বাসররাতের পরদিনই মৃত্যু

‘বাঙালি সংস্কৃতির ভিত্তি হিন্দু ঐতিহ্য’: তসলিমা নাসরিনের মন্তব্যের জবাব দিলেন জাভেদ আখতার

‘দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন’, ‘দিল্লি বাবা’র চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

এনসিপি-গণঅধিকার একীভূতকরণ: নেতৃত্ব নিয়ে সিদ্ধান্তহীনতা, গতি নেই আলোচনায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত