দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে খোদ নিজ দলের স্থানীয় নেতাদের নামে ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন বিএনপি দলীয় স্বতন্ত্র প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান মন্টি। গেল ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশ নেন তিনি। গতকাল শনিবার সকালে উপজেলার রিফায়েতপুর বাজারে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটের দুই দিন আগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আওয়ামী লীগ-সমর্থিত নৌকা প্রতীকের পক্ষে ও আওয়ামী লীগের বিদ্রোহীদের পক্ষে মাঠে নামেন, যার ফলে উপজেলাব্যাপী সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের ব্যাপক পরাজয় ঘটে। ১৩টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা তৃতীয়-চতুর্থ অবস্থানে থাকে। সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে মন্টি বলেন, এখানে সারা বছর দলীয় বা জাতীয় দিবসে বিএনপির কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কর্মসূচি পালন করা হয় না। অথচ নির্বাচন এলে ঘটা করে বাণিজ্য করার প্রয়াসে তৎপর হয়ে ওঠেন কিছু সুবিধাবাদী নেতা। বিগত কয়েক বছর যাবৎ এই উপজেলায় বিএনপি দলীয় ভোট বিক্রির মহোৎসব চলে বলেও জোর দাবি জানান তিনি।
এর আগে বিভিন্ন নির্বাচনে বিএনপি না এলেও নৌকা প্রতীকের জন্য গোপনে বিএনপির নেতারা ভোট করেছেন বলেও দাবি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক এই নেতার। উপজেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম-নীতি অমান্যের অভিযোগ এনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানান, দৌলতপুর উপজেলা বিএনপির অস্তিত্ব হুমকির মুখে।
জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবিদ হাসান মন্টির প্রয়াত পিতা ও বৃদ্ধ মাতা দুজনেই রিফায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এ অঞ্চলের সম্ভ্রান্ত পরিবার তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দৌলতপুর একসময় বিএনপির দুর্গ হিসাবে পরিচিত ছিল, যেখানে শাহ্ আজিজুর রহমান ও পঁচা মোল্লা দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন। দৌলতপুর বিএনপির সাংগঠনিক নৈতিকতার অবক্ষয়ের কারণে জনপ্রিয় নেতাদের ভরাডুবি হচ্ছে।
গেল ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে একটিতে অনানুষ্ঠানিক বর্জন, একটিতে জয় এবং বাকি ১২টিতে ব্যাপক ভরাডুবি হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের। উপস্থিতরা জানান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাসহ অন্য নেতারা প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
কুষ্টিয়ার দৌলতপুরে খোদ নিজ দলের স্থানীয় নেতাদের নামে ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন বিএনপি দলীয় স্বতন্ত্র প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান মন্টি। গেল ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশ নেন তিনি। গতকাল শনিবার সকালে উপজেলার রিফায়েতপুর বাজারে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটের দুই দিন আগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আওয়ামী লীগ-সমর্থিত নৌকা প্রতীকের পক্ষে ও আওয়ামী লীগের বিদ্রোহীদের পক্ষে মাঠে নামেন, যার ফলে উপজেলাব্যাপী সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের ব্যাপক পরাজয় ঘটে। ১৩টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা তৃতীয়-চতুর্থ অবস্থানে থাকে। সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে মন্টি বলেন, এখানে সারা বছর দলীয় বা জাতীয় দিবসে বিএনপির কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কর্মসূচি পালন করা হয় না। অথচ নির্বাচন এলে ঘটা করে বাণিজ্য করার প্রয়াসে তৎপর হয়ে ওঠেন কিছু সুবিধাবাদী নেতা। বিগত কয়েক বছর যাবৎ এই উপজেলায় বিএনপি দলীয় ভোট বিক্রির মহোৎসব চলে বলেও জোর দাবি জানান তিনি।
এর আগে বিভিন্ন নির্বাচনে বিএনপি না এলেও নৌকা প্রতীকের জন্য গোপনে বিএনপির নেতারা ভোট করেছেন বলেও দাবি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক এই নেতার। উপজেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম-নীতি অমান্যের অভিযোগ এনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানান, দৌলতপুর উপজেলা বিএনপির অস্তিত্ব হুমকির মুখে।
জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবিদ হাসান মন্টির প্রয়াত পিতা ও বৃদ্ধ মাতা দুজনেই রিফায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এ অঞ্চলের সম্ভ্রান্ত পরিবার তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দৌলতপুর একসময় বিএনপির দুর্গ হিসাবে পরিচিত ছিল, যেখানে শাহ্ আজিজুর রহমান ও পঁচা মোল্লা দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন। দৌলতপুর বিএনপির সাংগঠনিক নৈতিকতার অবক্ষয়ের কারণে জনপ্রিয় নেতাদের ভরাডুবি হচ্ছে।
গেল ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে একটিতে অনানুষ্ঠানিক বর্জন, একটিতে জয় এবং বাকি ১২টিতে ব্যাপক ভরাডুবি হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের। উপস্থিতরা জানান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাসহ অন্য নেতারা প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
ফলবাহী ট্রাকচালক নিজাম উদ্দিনের আশঙ্কা, ‘সকাল ৫টা থেকে আপেল, আঙুর, কমলা লোড করে রোদের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রাখছি। এগুলো পচনশীল পণ্য, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবরোধের কারণে যেতে দিচ্ছেন না, অপেক্ষা করতে বলছেন।’
১৬ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো—ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা...
৩২ মিনিট আগেমুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচরসংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা পাঁচজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো. শরিফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শরিফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মৃত মো. হোসেনের ছেলে।
৩৬ মিনিট আগেরাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আরমান মির্জা (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পাস করেছেন।
২ ঘণ্টা আগে