চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তাঁর এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাঁকে দেখতে না পেরে সঙ্গে থাকা লোকজনের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।
নিখোঁজ সোহানের সঙ্গে আসা তুহিন আরাফাত (২৮) বলেন, ‘সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফুট দূরে চলে যায়। এ সময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলেও ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।’
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।’
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।
কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তাঁর এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাঁকে দেখতে না পেরে সঙ্গে থাকা লোকজনের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।
নিখোঁজ সোহানের সঙ্গে আসা তুহিন আরাফাত (২৮) বলেন, ‘সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফুট দূরে চলে যায়। এ সময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলেও ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।’
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।’
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।
সক্ষমতা বৃদ্ধির ফলে দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্রবন্দর মোংলায় কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) বন্দরে হ্যান্ডলিং করা হয়েছে ৬ হাজার ৭৬৯ টিইইউস কনটেইনার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।
৪ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে প্রায় তিন মাস পড়ে আছে ট্রেনের তিনটি কোচ। স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না। প্রতিটি ২ কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ওই কোচগুলো খোলা জায়গায় থেকে নষ্ট হচ্ছে।
৪ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (নগর ও সদর) আসনে অংশগ্রহণ করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির প্রভাবশালী এ নেতা সম্প্রতি নগরীতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়, আইনজীবীদের সঙ্গে বৈঠক, গণসংযোগ, প্রচারণার মাধ্যমে এমনটি ইঙ্গিত দিয়েছেন।
৪ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছে ছাত্রদল-সমর্থিত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সমন্বয়ে গঠিত প্যানেল ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’।
৫ ঘণ্টা আগে