কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্ৰণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ-সরাইল পরিদর্শনে যেতে আজ বুধবার (৮ অক্টোবর) সকালে ট্রেনযোগে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে তিনি সড়কপথে আশুগঞ্জ-সরাইল যান। উপদেষ্টার এ যাত্রাপথে পর্দা টানিয়ে রাস্তার পাশে ময়লার স্তূপ আড়াল করা হয়।
উপদেষ্টার আগমনকে ঘিরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান সড়কের খানাখন্দের অংশে জরুরি ভিত্তিতে অস্থায়ী সংস্কার করা হয়। সড়কের পাশে ময়লা-আর্বজনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। উপদেষ্টার আগমন উপলক্ষে দুই দিন ধরে পরিষ্কার-পরিছন্নতার কাজ করে পৌরসভা।
আজ সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, স্টেশন যাওয়ার প্রধান সড়কটির বিভিন্ন ভাঙা অংশে বালু ফেলে ভরাট, আশপাশের ঝোপঝাড় পরিষ্কারসহ সড়কের পাশে রেলওয়ে ডোবায় দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে ফেলা ময়লা-আবর্জনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।
এ বিষয়ে ভৈরব পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মকর্তা রুকন উদ্দিন বলেন, ‘আমরা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা করি। কিন্তু আজ ভিভিআইপি আসছে বলে সড়কের পাশে গাছপালা কাটলাম এবং ময়লার জায়গাটি পর্দা টানিয়া ঢেকে দিলাম। এ ছাড়া ময়লা ফেলার জায়গাটি রেলওয়ের পুকুর, কিন্তু পৌরসভার ভেতর অন্য কোনো জায়গা না থাকায় এখানে বাসাবাড়ির ময়লা-আবর্জনা এনে ফেলতে হচ্ছে।’
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, পৌরসভার সৌন্দর্যবর্ধনে পর্দা টানানো হয়েছে। এতে জনদুর্ভোগ অনেকটা লাঘব হবে। পরে এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্ৰণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ-সরাইল পরিদর্শনে যেতে আজ বুধবার (৮ অক্টোবর) সকালে ট্রেনযোগে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে তিনি সড়কপথে আশুগঞ্জ-সরাইল যান। উপদেষ্টার এ যাত্রাপথে পর্দা টানিয়ে রাস্তার পাশে ময়লার স্তূপ আড়াল করা হয়।
উপদেষ্টার আগমনকে ঘিরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান সড়কের খানাখন্দের অংশে জরুরি ভিত্তিতে অস্থায়ী সংস্কার করা হয়। সড়কের পাশে ময়লা-আর্বজনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। উপদেষ্টার আগমন উপলক্ষে দুই দিন ধরে পরিষ্কার-পরিছন্নতার কাজ করে পৌরসভা।
আজ সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, স্টেশন যাওয়ার প্রধান সড়কটির বিভিন্ন ভাঙা অংশে বালু ফেলে ভরাট, আশপাশের ঝোপঝাড় পরিষ্কারসহ সড়কের পাশে রেলওয়ে ডোবায় দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে ফেলা ময়লা-আবর্জনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।
এ বিষয়ে ভৈরব পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মকর্তা রুকন উদ্দিন বলেন, ‘আমরা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা করি। কিন্তু আজ ভিভিআইপি আসছে বলে সড়কের পাশে গাছপালা কাটলাম এবং ময়লার জায়গাটি পর্দা টানিয়া ঢেকে দিলাম। এ ছাড়া ময়লা ফেলার জায়গাটি রেলওয়ের পুকুর, কিন্তু পৌরসভার ভেতর অন্য কোনো জায়গা না থাকায় এখানে বাসাবাড়ির ময়লা-আবর্জনা এনে ফেলতে হচ্ছে।’
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, পৌরসভার সৌন্দর্যবর্ধনে পর্দা টানানো হয়েছে। এতে জনদুর্ভোগ অনেকটা লাঘব হবে। পরে এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।
আগামী দুই–তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
৫ মিনিট আগে‘আমি মরে যাওয়াতে কাউকে দায়ী করবেন না’ ও ‘মো. ছালাম মিয়া, থানা মদন, গ্রাম চন্দ্রা’ লেখা দুটি চিরকুট ট্রেনে কাটা হাত-পা ও মাথাবিচ্ছিন্ন মরদেহের পকেটে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহেশপুর রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেপার্বত্য এলাকার আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমাকে চাঁদাবাজির মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাওহিদুল হক গত বুধবার বিকেলে এই রায় দেন। একই মামলায় সুমন চাকমা নামের আরও একজনকে আট বছরের সশ্রম ক
৩১ মিনিট আগেমুরগি ব্যবসায়ীকে বাসায় ডেকে ভয়ভীতি দেখিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার ফুলকলি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার হয়।
৩৬ মিনিট আগে