Ajker Patrika

বাগেরহাটে ভোটের আগের দিন পুলিশের ২ কর্মকর্তা প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ভোটের আগের দিন পুলিশের ২ কর্মকর্তা প্রত্যাহার

ভোটের আগের দিন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন রায় ও ফকিরহাট থানার ওসি আশরাফুল আলমকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আজ সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়। মঙ্গলবার ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। 

চিঠিতে বলা হয়,৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট থানার ওসি আশরাফুল আলম এবং জেলার ডিবির ওসি স্বপন রায়কে খুলনা রেঞ্জে সংযুক্ত করতে বলা হয়েছে। ওই দুই কর্মকর্তার স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। 

এর আগে ফকিরহাট উপজেলা পরিষদের নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু পুলিশের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে তার কর্মীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে রোববার তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। 

অভিযোগে বলা হয়, শনিবার (১৮ মে) গভীর রাতে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ও জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন রায় তাঁর তিন কর্মীর বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল প্রতীকের প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করার অথবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এতে কর্মীদের পরিবারের সদস্য এবং এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও নিরপেক্ষ ভোট প্রদানে প্রভাব পড়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত