Ajker Patrika

আইনজীবীর স্বাক্ষর জাল: খুলনায় ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
আইনজীবীর স্বাক্ষর জাল: খুলনায় ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

খুলনায় আইনজীবীর সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আজ সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী আইনজীবী এফ এম এ রাজ্জাক।

আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এফ এম এ রাজ্জাক পাইকগাছা প্রেসক্লাবের বর্তমান সভাপতি।

মামলার আসামিরা হলেন নওগাঁ জেলায় কর্মরত পুলিশের উপপরিদর্শক প্রসেন, পাইকগাছা আদালতে কর্মরত কনস্টেবল সজিব ও তিতুল।

অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক জানান, সম্প্রতি তাঁর সিল ও স্বাক্ষর জাল করে কে বা কারা পাইকগাছা আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল আসাদ, শহিদুল ও মেহেদীর বিরুদ্ধে পুলিশের আইজিপি, খুলনা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়।

ওই অভিযোগের জন্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. রাজিবুল ইসলাম সাক্ষ্য দেওয়ার জন্য অ্যাডভোকেট রাজ্জাককে বার্তা পাঠালে তিনি বিষয়টি জানতে পারেন। পরে তিনি খোঁজ নিয়ে এ ঘটনায় তিন পুলিশ সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রমাণ পেয়ে আদালতে মামলা করেছেন।

পাইকগাছা আদালতের জিআরও এএসআই মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে জাল-জালিয়াতির বিষয়টি জানা গেছে। মামলার তদন্ত হলে ঘটনা পরিষ্কার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত