Ajker Patrika

আইনজীবীর স্বাক্ষর জাল: খুলনায় ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
আইনজীবীর স্বাক্ষর জাল: খুলনায় ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

খুলনায় আইনজীবীর সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আজ সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী আইনজীবী এফ এম এ রাজ্জাক।

আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এফ এম এ রাজ্জাক পাইকগাছা প্রেসক্লাবের বর্তমান সভাপতি।

মামলার আসামিরা হলেন নওগাঁ জেলায় কর্মরত পুলিশের উপপরিদর্শক প্রসেন, পাইকগাছা আদালতে কর্মরত কনস্টেবল সজিব ও তিতুল।

অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক জানান, সম্প্রতি তাঁর সিল ও স্বাক্ষর জাল করে কে বা কারা পাইকগাছা আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল আসাদ, শহিদুল ও মেহেদীর বিরুদ্ধে পুলিশের আইজিপি, খুলনা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়।

ওই অভিযোগের জন্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. রাজিবুল ইসলাম সাক্ষ্য দেওয়ার জন্য অ্যাডভোকেট রাজ্জাককে বার্তা পাঠালে তিনি বিষয়টি জানতে পারেন। পরে তিনি খোঁজ নিয়ে এ ঘটনায় তিন পুলিশ সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রমাণ পেয়ে আদালতে মামলা করেছেন।

পাইকগাছা আদালতের জিআরও এএসআই মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে জাল-জালিয়াতির বিষয়টি জানা গেছে। মামলার তদন্ত হলে ঘটনা পরিষ্কার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত