খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর খালিশপুর থানার ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নগর বিএনপির ৮ জনকে বহিস্কার ও তদন্ত কমিটি গঠন করেছে।
পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় খালিশপুর পিপলস গোল চত্বরে বিএনপি সুধী সমাবেশের আয়োজন করে। সমাবেশস্থলে সামনের চেয়ারে বসা ও মঞ্চে ওঠা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্য নেতারা পরিস্থিতি শান্ত করেন।
খালিশপুর থানা বিএনপির সদস্যসচিব হাবিব বিশ্বাস বলেন, মঞ্চে ওঠা নিয়ে কিছুটা হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে তাদেরকে দেখে এসেছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হাতাহাতির ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
সংঘর্ষে আহত কয়েকজন হলেন—১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুহিন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসিন মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবদল সদস্য শরিফুল ইসলাম, যুবদল সদস্য দিদার বিশ্বাস ও মো. সোহেল, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরুজ্জামান। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৮ জন বহিস্কার
নগরীর খালিশপুর থানার অর্ন্তগত ৮ ও ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে বহিস্কার করেছে বিএনপি।
আজ শনিবার বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্যসচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার অর্ন্তগত ১১ নম্বর ওয়ার্ড বিএপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল সদস্য নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন, ফকির শহিদুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, ১৫ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য তারেক রহমান রানা, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য রেজাউল করিম স্বপন ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আসলাম সোহেল রনি।
বিজ্ঞপ্তিতে আটজনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে উল্লেখ করা হয়েছে।
খুলনা নগরীর খালিশপুর থানার ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নগর বিএনপির ৮ জনকে বহিস্কার ও তদন্ত কমিটি গঠন করেছে।
পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় খালিশপুর পিপলস গোল চত্বরে বিএনপি সুধী সমাবেশের আয়োজন করে। সমাবেশস্থলে সামনের চেয়ারে বসা ও মঞ্চে ওঠা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্য নেতারা পরিস্থিতি শান্ত করেন।
খালিশপুর থানা বিএনপির সদস্যসচিব হাবিব বিশ্বাস বলেন, মঞ্চে ওঠা নিয়ে কিছুটা হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে তাদেরকে দেখে এসেছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হাতাহাতির ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
সংঘর্ষে আহত কয়েকজন হলেন—১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুহিন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসিন মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবদল সদস্য শরিফুল ইসলাম, যুবদল সদস্য দিদার বিশ্বাস ও মো. সোহেল, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরুজ্জামান। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৮ জন বহিস্কার
নগরীর খালিশপুর থানার অর্ন্তগত ৮ ও ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে বহিস্কার করেছে বিএনপি।
আজ শনিবার বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্যসচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার অর্ন্তগত ১১ নম্বর ওয়ার্ড বিএপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল সদস্য নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন, ফকির শহিদুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, ১৫ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য তারেক রহমান রানা, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য রেজাউল করিম স্বপন ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আসলাম সোহেল রনি।
বিজ্ঞপ্তিতে আটজনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে উল্লেখ করা হয়েছে।
ভেজাল ওষুধ প্রদর্শন, বিপণন ও বিক্রয়ের অভিযোগে খুলনা নগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণীর পাশে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সায়মা আক্তার (১৮) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেন আজ সোমবার দুপুরে কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। পরে কলেজের চলমান সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন না মর্মে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়েন তিনি। ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান খান সাদি এসব কথা
২২ মিনিট আগেশ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের ময়না ডেইরি ফার্মসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
২৪ মিনিট আগে