খুলনা প্রতিনিধি
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়ার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে চিকিৎসক হতে চান।
খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের মেয়ে মীম। বাবা ডুমুরিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন। মা যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মোসা. খোদেজা খাতুন। দুই বোনের মধ্যে মীম ছোট।
২০১৯ সালে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি।
চলতি বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মীম।
উৎফুল্ল সুমাইয়া আগামীতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। আজ বাড়িতে সাংবাদিকদের মীম বলেন, চিকিৎসকদের নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তিনি তা পরিবর্তন করতে চান। মানুষের সেবার ব্রত নিয়ে তিনি চিকিৎসক হতে চান।
মীমের বাবা মোসলেম উদ্দিন বলেন, তিনি চান মেয়ে মানুষের মতো মানুষ হোক। মা খোদেজা খাতুনও চান, তাঁর মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। চিকিৎসা সেবার প্রকৃত আদর্শ ধারণ করে যাতে মানুষের সেবা করতে পারে।
উল্লেখ্য, এবারের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়ার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে চিকিৎসক হতে চান।
খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের মেয়ে মীম। বাবা ডুমুরিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন। মা যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মোসা. খোদেজা খাতুন। দুই বোনের মধ্যে মীম ছোট।
২০১৯ সালে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি।
চলতি বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মীম।
উৎফুল্ল সুমাইয়া আগামীতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। আজ বাড়িতে সাংবাদিকদের মীম বলেন, চিকিৎসকদের নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তিনি তা পরিবর্তন করতে চান। মানুষের সেবার ব্রত নিয়ে তিনি চিকিৎসক হতে চান।
মীমের বাবা মোসলেম উদ্দিন বলেন, তিনি চান মেয়ে মানুষের মতো মানুষ হোক। মা খোদেজা খাতুনও চান, তাঁর মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। চিকিৎসা সেবার প্রকৃত আদর্শ ধারণ করে যাতে মানুষের সেবা করতে পারে।
উল্লেখ্য, এবারের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১৪ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৫ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩২ মিনিট আগে