তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় সদর ইউনিয়নের খানপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে ঘেরের পাড়ে বাঁশের বেড়িতে লাগানো প্রায় দেড় কিলোমিটার জমির শিমগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শাহিনুর রহমান বাবু। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাতে।
খানপুর গ্রামের ময়েজ উদ্দিন সরদারের ছেলে ভুক্তভোগী শাহিনুর রহমান বাবু জানান, খানপুর বিলে এক ঘেরমালিকের কাছ থেকে হারি (চুক্তিভিত্তিক জমি চাষ করা) নিয়ে ঘেরের দুপাশে প্রায় দেড় কিলোমিটার জমিতে শিমের চাষ করেছিলেন তিনি। গাছে ফলন আসতে শুরু করেছিল। শিম চাষে ওষুধসহ সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। এই মৌসুমে বিক্রি থেকে ৫-৬ লাখ টাকা আয় করার প্রত্যাশা ছিল তাঁর।
তিনি আরও জানান, জমিসংক্রান্ত বিরোধ চলছিল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারি সরদারের পরিবারের সঙ্গে। তাঁর ছেলে লাভলু রহমান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে শিমগাছ কেটে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে শিমগাছগুলো কেটে দেন লাভলু।
স্থানীয় বাসিন্দা বিল্লাল সরদার বলেন, ‘শনিবার সন্ধ্যার আগে লাভলুকে এলাকায় দেখা গেছে। সুযোগ বুঝে সে এই শত্রুতা করেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লাভলু রহমান বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে জড়ানো হচ্ছে। এ ঘটনায় আমি জড়িত নই। আমরা এলাকায় প্রভাবশালী, তাই আমাদের ক্ষতি করার জন্যই এসব করা হচ্ছে।’
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার তালায় সদর ইউনিয়নের খানপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে ঘেরের পাড়ে বাঁশের বেড়িতে লাগানো প্রায় দেড় কিলোমিটার জমির শিমগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শাহিনুর রহমান বাবু। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাতে।
খানপুর গ্রামের ময়েজ উদ্দিন সরদারের ছেলে ভুক্তভোগী শাহিনুর রহমান বাবু জানান, খানপুর বিলে এক ঘেরমালিকের কাছ থেকে হারি (চুক্তিভিত্তিক জমি চাষ করা) নিয়ে ঘেরের দুপাশে প্রায় দেড় কিলোমিটার জমিতে শিমের চাষ করেছিলেন তিনি। গাছে ফলন আসতে শুরু করেছিল। শিম চাষে ওষুধসহ সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। এই মৌসুমে বিক্রি থেকে ৫-৬ লাখ টাকা আয় করার প্রত্যাশা ছিল তাঁর।
তিনি আরও জানান, জমিসংক্রান্ত বিরোধ চলছিল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারি সরদারের পরিবারের সঙ্গে। তাঁর ছেলে লাভলু রহমান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে শিমগাছ কেটে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে শিমগাছগুলো কেটে দেন লাভলু।
স্থানীয় বাসিন্দা বিল্লাল সরদার বলেন, ‘শনিবার সন্ধ্যার আগে লাভলুকে এলাকায় দেখা গেছে। সুযোগ বুঝে সে এই শত্রুতা করেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লাভলু রহমান বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে জড়ানো হচ্ছে। এ ঘটনায় আমি জড়িত নই। আমরা এলাকায় প্রভাবশালী, তাই আমাদের ক্ষতি করার জন্যই এসব করা হচ্ছে।’
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, ১৯৭১ সালের পর বরগুনা-১ আসন বিএনপি পায়নি। আগামী নির্বাচনে আসনটি তারেক রহমানকে উপহার দেব। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, আমাদের নেতা বলেছেন, সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না।
৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এই রায়কে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। ডাকসুর রায়কে প্রত্যাখ্যান করে আজ সোমবার বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ভিসি চত্বরে এসে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেনওগাঁর রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর মাম্পি হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
১২ মিনিট আগেকক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষক দলের নেতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সকালে
১৮ মিনিট আগে