রুবায়েত হোসেন, খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাশের ইসলামনগর এলাকাটি ‘হল রোড’ নামে পরিচিত। এখানে দীর্ঘদিন ধরে চা ও জুসের ব্যবসা করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রিয় হয়ে ওঠে ‘কাদের জুস কর্নার’। দোকানের মালিক আব্দুল কাদের খান (৩০) শিক্ষার্থীদের কাছে ‘কাদের ভাই’ নামে পরিচিত। শিক্ষার্থীদের বাকি খাইয়ে এখন নিঃস্ব তিনি। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে তাঁর পাওনা প্রায় ২ লাখ টাকা। সেই পাওনা টাকা না পাওয়ায় তাঁর পক্ষে দোকানটি চালানো অসম্ভব হয়ে পড়েছে।
দোকানের মালিক আব্দুল কাদের খান বলেন, ‘শিক্ষার্থীদের বাকি খাওয়ার কারণে দোকান চালানো আর সম্ভব হচ্ছে না। প্রায় দুই লাখ টাকা বাকি পড়েছে। তাঁদের মধ্যে অনেকে ক্যাম্পাসে আছেন, কেউ কেউ পড়ালেখা শেষ করে ক্যাম্পাস ছেড়ে গেছেন।’
আব্দুল কাদের ২০১৯ সালে খুবির পাশের হল রোডে ব্যবসা শুরু করেন। তাঁর দোকানটি স্থানীয় ছাত্রছাত্রী, শিক্ষক ও পথচারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে ক্রমাগত বাকি পড়তে পড়তে আর্থিক সংকটে পড়ে দোকানটি চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। গতকাল রাতে তিনি ফেসবুক শিক্ষার্থীদের কাছে আকুতি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনাদের যাদের কাছে আমি টাকা পাব, দয়া করে আপনারা টাকাগুলো দিয়ে দিন। আমি খুব অর্থসংকটে দিন কাটাচ্ছি।’
এ ব্যাপারে দোকানি কাদের খান বলেন, তাঁর কাছে প্রায় ৬০ জন শিক্ষার্থীর বাকি আছে। কারও কাছে পাওনা রয়েছে ১৫-১৬ হাজার টাকা। বাকি চাওয়ার জন্য বারবার ফোন করলেও তাঁরা ফোন ধরেন না। কেউ কেউ মেসেঞ্জারে তাঁকে ব্লক করে দিয়েছেন। ভয় বা সংকোচের কারণে তিনি কাউকে জোর করতে পারছেন না।
কাদের আরও বলেন, তাঁর পুরো পরিবার এই দোকানের আয়ের ওপর নির্ভরশীল। বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে রয়েছেন। কাজের সূত্রে বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাড়া থাকেন তিনি। নিয়মিত খরচ তো রয়েছেই, পাশাপাশি বউ–বাচ্চাসহ তিনজনের সংসারের দৈনন্দিন খরচ জোগাতে কষ্ট হয়ে যাচ্ছে তাঁর।
এই দোকানি বলেন, ‘প্রায় দুই লাখ টাকার মতো বাকি পড়ে গেছে। দোকান থেকে যা আয় হতো, তা দিয়েই জিনিস কিনতাম। আমার কাছে বিভিন্ন দোকানে প্রায় অর্ধলক্ষ টাকা দেনা হয়ে গেছে। সবাই যদি আমার পাওনা টাকা পরিশোধ করত, সেটা দিয়ে আমি দেনা পরিশোধসহ পরিবারের খরচ জোগাতে পারতাম। মানবিক জায়গা থেকে সবাই যদি দেনা পরিশোধ করে দেন, তাহলে আমি আমার দেনা থেকে মুক্ত হতে পারব।’
এদিকে গতকাল রাতে এ খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘আমাদের হল রোডের কাদের ভাইয়ের আকুতিটা দেখে অনেক খারাপ লেগেছে। এই মানুষগুলা আমাদেরই একেকটা অংশ, আজকে আমাদের জন্যই তাঁরা অসহায় হয়ে গেছে। যাঁদের কাছে টাকা পাবেন, তাঁদের উচিত কাদের ভাইকে পাওনা টাকা ফিরিয়ে দেওয়া।’
বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (ফউটে) ডিসিপ্লিনের শিক্ষার্থী রাহুল কুমার সরকার বলেন, ‘এই মানুষগুলো আমাদের ওপর নির্ভর করেই তাঁদের রুটিরুজির কাজ করেন। কিন্তু আজকে আমাদের জন্যই তাঁরা অর্থসংকটে অসহায় হয়ে গেছেন। আপনাদের যাঁদের কাছে কাদের ভাই টাকা পাবেন, আপনারা টাকাগুলো দিয়ে দিন।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাশের ইসলামনগর এলাকাটি ‘হল রোড’ নামে পরিচিত। এখানে দীর্ঘদিন ধরে চা ও জুসের ব্যবসা করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রিয় হয়ে ওঠে ‘কাদের জুস কর্নার’। দোকানের মালিক আব্দুল কাদের খান (৩০) শিক্ষার্থীদের কাছে ‘কাদের ভাই’ নামে পরিচিত। শিক্ষার্থীদের বাকি খাইয়ে এখন নিঃস্ব তিনি। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে তাঁর পাওনা প্রায় ২ লাখ টাকা। সেই পাওনা টাকা না পাওয়ায় তাঁর পক্ষে দোকানটি চালানো অসম্ভব হয়ে পড়েছে।
দোকানের মালিক আব্দুল কাদের খান বলেন, ‘শিক্ষার্থীদের বাকি খাওয়ার কারণে দোকান চালানো আর সম্ভব হচ্ছে না। প্রায় দুই লাখ টাকা বাকি পড়েছে। তাঁদের মধ্যে অনেকে ক্যাম্পাসে আছেন, কেউ কেউ পড়ালেখা শেষ করে ক্যাম্পাস ছেড়ে গেছেন।’
আব্দুল কাদের ২০১৯ সালে খুবির পাশের হল রোডে ব্যবসা শুরু করেন। তাঁর দোকানটি স্থানীয় ছাত্রছাত্রী, শিক্ষক ও পথচারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে ক্রমাগত বাকি পড়তে পড়তে আর্থিক সংকটে পড়ে দোকানটি চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। গতকাল রাতে তিনি ফেসবুক শিক্ষার্থীদের কাছে আকুতি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনাদের যাদের কাছে আমি টাকা পাব, দয়া করে আপনারা টাকাগুলো দিয়ে দিন। আমি খুব অর্থসংকটে দিন কাটাচ্ছি।’
এ ব্যাপারে দোকানি কাদের খান বলেন, তাঁর কাছে প্রায় ৬০ জন শিক্ষার্থীর বাকি আছে। কারও কাছে পাওনা রয়েছে ১৫-১৬ হাজার টাকা। বাকি চাওয়ার জন্য বারবার ফোন করলেও তাঁরা ফোন ধরেন না। কেউ কেউ মেসেঞ্জারে তাঁকে ব্লক করে দিয়েছেন। ভয় বা সংকোচের কারণে তিনি কাউকে জোর করতে পারছেন না।
কাদের আরও বলেন, তাঁর পুরো পরিবার এই দোকানের আয়ের ওপর নির্ভরশীল। বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে রয়েছেন। কাজের সূত্রে বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাড়া থাকেন তিনি। নিয়মিত খরচ তো রয়েছেই, পাশাপাশি বউ–বাচ্চাসহ তিনজনের সংসারের দৈনন্দিন খরচ জোগাতে কষ্ট হয়ে যাচ্ছে তাঁর।
এই দোকানি বলেন, ‘প্রায় দুই লাখ টাকার মতো বাকি পড়ে গেছে। দোকান থেকে যা আয় হতো, তা দিয়েই জিনিস কিনতাম। আমার কাছে বিভিন্ন দোকানে প্রায় অর্ধলক্ষ টাকা দেনা হয়ে গেছে। সবাই যদি আমার পাওনা টাকা পরিশোধ করত, সেটা দিয়ে আমি দেনা পরিশোধসহ পরিবারের খরচ জোগাতে পারতাম। মানবিক জায়গা থেকে সবাই যদি দেনা পরিশোধ করে দেন, তাহলে আমি আমার দেনা থেকে মুক্ত হতে পারব।’
এদিকে গতকাল রাতে এ খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘আমাদের হল রোডের কাদের ভাইয়ের আকুতিটা দেখে অনেক খারাপ লেগেছে। এই মানুষগুলা আমাদেরই একেকটা অংশ, আজকে আমাদের জন্যই তাঁরা অসহায় হয়ে গেছে। যাঁদের কাছে টাকা পাবেন, তাঁদের উচিত কাদের ভাইকে পাওনা টাকা ফিরিয়ে দেওয়া।’
বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (ফউটে) ডিসিপ্লিনের শিক্ষার্থী রাহুল কুমার সরকার বলেন, ‘এই মানুষগুলো আমাদের ওপর নির্ভর করেই তাঁদের রুটিরুজির কাজ করেন। কিন্তু আজকে আমাদের জন্যই তাঁরা অর্থসংকটে অসহায় হয়ে গেছেন। আপনাদের যাঁদের কাছে কাদের ভাই টাকা পাবেন, আপনারা টাকাগুলো দিয়ে দিন।’
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪২ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে