পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর বুকভরা আশা নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন উপকূলীয় কয়েক হাজার জেলে। ভরা মৌসুমে ইলিশ শিকারে গেলেও লঘুচাপ থেকে নিম্নচাপ হওয়ায় সাগর উত্তাল হয়ে পড়েছে। এতে সাগরে টিকতে না পেরে খালি হাতে উপকূলের তীরে ফিরতে হচ্ছে জেলেদের। একদিকে সাগরে নিম্নচাপ, অন্যদিকে খালি হাতে তীরে ফিরে আসায় হতাশা বিরাজ করছে জেলে আর ট্রলারমালিকদের মধ্যে।
গতকাল রোববার দুপুরে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটে গিয়ে দেখা গেছে, বৈরী আবহাওয়ার কারণে ঘাটে ফিরেছেন কয়েক শ জেলে। দুদিন আগে সাগরে গিয়ে খালি হাতে ফিরে আসায় দিশেহারা হয়ে পড়েছেন ট্রলারমালিক-জেলেরা। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় জমেও উঠছে না বিএফডিসি মৎস্য ঘাট এবং মাছের আড়তগুলো।
সাগর উত্তাল দেখে ঘাটে ফিরে এসেছেন নাসির উদ্দিন নামের এক মাঝি। তিনি জানান, বরফ, তেল, বাজারসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার রসদ নিয়ে ২৬ জুলাই সমুদ্রে মাছ শিকারে যান। প্রথমে নিম্নচাপের খবর পেয়েও লোকসান বিবেচনায় সমুদ্রে থাকতে চেয়েছিলেন।
নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় জীবনের মায়ায় এবং ট্রলারমালিকের জাল-দড়ির কথা ভেবে ট্রলার নিয়ে সাগর থেকে তীরে ফিরেছেন। যত দিন আবহাওয়া অনুকূলে না আসবে, তত দিন উপকূলেই থাকতে হবে।
আল্লাহর দান-১ ট্রলারের মালিক ও জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মো. আবুল হোসেন ফরাজী বলেন, একদিকে ডিজেল ও মুদি মালপত্রের দাম বেড়েছে, অন্যদিকে সাগরে ট্রলার নিয়ে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। সাগরে মাছ শিকারে যাওয়া প্রত্যেক জেলের পেছনে ব্যয়বহুল খরচ। যে অবস্থা শুরু হয়েছে, তাতে মনে হয় ধীরে ধীরে সবাই এ পেশা পরিবর্তন করবে।’
মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর বুকভরা আশা নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন উপকূলীয় কয়েক হাজার জেলে। ভরা মৌসুমে ইলিশ শিকারে গেলেও লঘুচাপ থেকে নিম্নচাপ হওয়ায় সাগর উত্তাল হয়ে পড়েছে। এতে সাগরে টিকতে না পেরে খালি হাতে উপকূলের তীরে ফিরতে হচ্ছে জেলেদের। একদিকে সাগরে নিম্নচাপ, অন্যদিকে খালি হাতে তীরে ফিরে আসায় হতাশা বিরাজ করছে জেলে আর ট্রলারমালিকদের মধ্যে।
গতকাল রোববার দুপুরে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটে গিয়ে দেখা গেছে, বৈরী আবহাওয়ার কারণে ঘাটে ফিরেছেন কয়েক শ জেলে। দুদিন আগে সাগরে গিয়ে খালি হাতে ফিরে আসায় দিশেহারা হয়ে পড়েছেন ট্রলারমালিক-জেলেরা। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় জমেও উঠছে না বিএফডিসি মৎস্য ঘাট এবং মাছের আড়তগুলো।
সাগর উত্তাল দেখে ঘাটে ফিরে এসেছেন নাসির উদ্দিন নামের এক মাঝি। তিনি জানান, বরফ, তেল, বাজারসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার রসদ নিয়ে ২৬ জুলাই সমুদ্রে মাছ শিকারে যান। প্রথমে নিম্নচাপের খবর পেয়েও লোকসান বিবেচনায় সমুদ্রে থাকতে চেয়েছিলেন।
নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় জীবনের মায়ায় এবং ট্রলারমালিকের জাল-দড়ির কথা ভেবে ট্রলার নিয়ে সাগর থেকে তীরে ফিরেছেন। যত দিন আবহাওয়া অনুকূলে না আসবে, তত দিন উপকূলেই থাকতে হবে।
আল্লাহর দান-১ ট্রলারের মালিক ও জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মো. আবুল হোসেন ফরাজী বলেন, একদিকে ডিজেল ও মুদি মালপত্রের দাম বেড়েছে, অন্যদিকে সাগরে ট্রলার নিয়ে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। সাগরে মাছ শিকারে যাওয়া প্রত্যেক জেলের পেছনে ব্যয়বহুল খরচ। যে অবস্থা শুরু হয়েছে, তাতে মনে হয় ধীরে ধীরে সবাই এ পেশা পরিবর্তন করবে।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৪ মিনিট আগে