Ajker Patrika

নাটোরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৯: ৪৯
নাটোরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের দুই অনুসারীর খামার ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভুক্তভোগী মহম্মদ সেলিমের মা আছিয়া বেগম ও ভুক্তভোগী নাজমুল শেখ বাপ্পি সদর থানায় মামলা করেছেন। 

এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর নাটোর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অভিযোগে জানা গেছে, গতকাল বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলারের নেতৃত্বে সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী শহরের চৌধুরী বড়গাছা এলাকায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী মহম্মদ সেলিমের বাড়ি ভাঙচুর ও ভেড়ার খামারে আগুন লাগান। এর কিছু পর রাতে জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা কান্দিভিটুয়াস এলাকায় ওই এমপির আরেক অনুসারী নাজমুল শেখ বাপ্পির কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর শেষে টিভি, ল্যাপটপ ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যান। 

এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ দুটি ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ বলেন, ‘ছাত্রলীগের কেউ হামলা কিংবা ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। মঙ্গলবার অভিযোগকারী বাপ্পি ও মহম্মদ সেলিমসহ অন্যরা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির গাড়িবহরে হামলা চালান। ছাত্রলীগ কর্মীদের নিয়ে এ ঘটনার বিচার চেয়ে আমরা রাস্তা অবরোধ করি। হামলার ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।’ 

জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার বলেন, ‘মহম্মদ সেলিম নাটোরের একজন চিহ্নিত সন্ত্রাসী। প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে খামারে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জেনেছি। অথচ সেই দায় আমাদের ওপর চাপাতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আইনগতভাবে এই ঘটনা মোকাবিলা করা হবে।’ 

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘লিখিত অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগটি মামলায় রূপান্তর প্রক্রিয়াধীন।’ 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন বলেন, রাস্তা অবরোধ বা স্বাভাবিক চলাচল যাতে ব্যাহত না হয় সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত