সাতক্ষীরা প্রতিনিধি
ব্যবসাপ্রতিষ্ঠান দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতা গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক নয়ন কুমার বড়াল তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজী গোলাম মোস্তফা শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আজাদ আলী গাজীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আসামি পক্ষের আইনজীবী আবু বক্কর ছিদ্দিকি আজকের পত্রিকাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, শ্যামনগর পাতড়াখোলা গ্রামে বিএনপির কর্মী এস এম আরাবুজ্জামান দীর্ঘদিন ধরে বংশীপুর বাসস্ট্যান্ডে ২০টি দোকান নির্মাণ করে ভাড়া চলাচ্ছেন। মার্কেটে তিনি মাছের শেড, ব্যাংক, বিমাসহ বহুমুখী ব্যবসা পরিচালনা করে আসছেন। পার্শ্ববর্তী ভৈরবনগর মৌজায় তাঁর কৃষিজমিও রয়েছে।
২০১৪ সালের ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত গোলাম মোস্তফা ওরফে বাংলা ভাই, তাঁর ভাই ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জি এম শুকুর আলীসহ ৯ জন বাদীর ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না পেয়ে ১০ মার্চ তাঁকে বিতাড়িত করে মার্কেটের নিয়ন্ত্রণ নেন। পরে মার্কেটটি ফিরে পেতে তিনি ১০ লাখ টাকা দেন। তবুও মার্কেটের নিয়ন্ত্রণ তিনি পাননি।
পরিস্থিতি অনুকূলে পেয়ে গত ৪ সেপ্টেম্বর এস এম আরাবুজ্জামান সাতক্ষীরার দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা (সিআর-৫৫/২৪) দায়ের করেন। মামলায় গাজী গোলাম মোস্তফা, তাঁর ভাই জি এম শুকুর আলী, আব্দুল কাদেরসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি করা হয়।
বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেন।
পরে মামলাটি এজাহার হিসেবে গণ্য করা হয়। শ্যামনগর থানার উপপরিদর্শক আব্দুল মালেক তদন্তভার পেয়ে গত ২৮ সেপ্টেম্বর এজাহারভুক্ত নয়জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় অন্য আসামিরা জামিনে পান। তবে ১ নম্বর আসামি গাজী গোলাম মোস্তফা পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পাশাপাশি ৪ নভেম্বর তার মালামাল ক্রোকের নির্দেশ দেন।
এরই মধ্যে গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা ভাই আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নয়ন কুমার বড়াল তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন মিজানুর রহমান বাপ্পি, আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবু বক্কর ছিদ্দিক।
ব্যবসাপ্রতিষ্ঠান দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতা গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক নয়ন কুমার বড়াল তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজী গোলাম মোস্তফা শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আজাদ আলী গাজীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আসামি পক্ষের আইনজীবী আবু বক্কর ছিদ্দিকি আজকের পত্রিকাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, শ্যামনগর পাতড়াখোলা গ্রামে বিএনপির কর্মী এস এম আরাবুজ্জামান দীর্ঘদিন ধরে বংশীপুর বাসস্ট্যান্ডে ২০টি দোকান নির্মাণ করে ভাড়া চলাচ্ছেন। মার্কেটে তিনি মাছের শেড, ব্যাংক, বিমাসহ বহুমুখী ব্যবসা পরিচালনা করে আসছেন। পার্শ্ববর্তী ভৈরবনগর মৌজায় তাঁর কৃষিজমিও রয়েছে।
২০১৪ সালের ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত গোলাম মোস্তফা ওরফে বাংলা ভাই, তাঁর ভাই ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জি এম শুকুর আলীসহ ৯ জন বাদীর ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না পেয়ে ১০ মার্চ তাঁকে বিতাড়িত করে মার্কেটের নিয়ন্ত্রণ নেন। পরে মার্কেটটি ফিরে পেতে তিনি ১০ লাখ টাকা দেন। তবুও মার্কেটের নিয়ন্ত্রণ তিনি পাননি।
পরিস্থিতি অনুকূলে পেয়ে গত ৪ সেপ্টেম্বর এস এম আরাবুজ্জামান সাতক্ষীরার দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা (সিআর-৫৫/২৪) দায়ের করেন। মামলায় গাজী গোলাম মোস্তফা, তাঁর ভাই জি এম শুকুর আলী, আব্দুল কাদেরসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি করা হয়।
বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেন।
পরে মামলাটি এজাহার হিসেবে গণ্য করা হয়। শ্যামনগর থানার উপপরিদর্শক আব্দুল মালেক তদন্তভার পেয়ে গত ২৮ সেপ্টেম্বর এজাহারভুক্ত নয়জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় অন্য আসামিরা জামিনে পান। তবে ১ নম্বর আসামি গাজী গোলাম মোস্তফা পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পাশাপাশি ৪ নভেম্বর তার মালামাল ক্রোকের নির্দেশ দেন।
এরই মধ্যে গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা ভাই আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নয়ন কুমার বড়াল তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন মিজানুর রহমান বাপ্পি, আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবু বক্কর ছিদ্দিক।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩ ঘণ্টা আগে