খুলনা প্রতিনিধি
খুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে গত ৭ জুলাই শুরু হওয়া ২১ দিনব্যাপী বৃক্ষমেলার ১৩ দিনে ১৭ হাজার ৬৮৬টি বিভিন্ন ফলদ চারা বিক্রি হয়েছে। বিক্রীত বৃক্ষের দাম ২৫ লাখ ৭১ হাজার ৫৫ টাকা। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে নিজাম নার্সারিতে। এই নার্সারিতে বিক্রির পরিমাণ ১ হাজার ১২৯টি চারা, যার দাম ২ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।
মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ থেকে ১৯ জুলাই শনিবার পর্যন্ত উল্লেখিত চারা বিক্রি হয়েছে। বৃক্ষমেলার নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত জি এম রবিউল ইসলাম জানান, এবার মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৬১। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে ১০টি। বিনা টিকিটে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকে। এ বছর ফলদ ও ফুলের চারা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
মেলা ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন ফলের চারা স্থান পেয়েছে মেলায়। সফেদা, ডেউয়া, লটকন, জলপাই, লেবু, জাম্বুরা, আতা, গাব, কাজুবাদাম, করমচা, জামরুল, আমলকী, আঙুর, অড়বরই, কাউফলসহ বিভিন্ন দেশি ফলের চারা ও বড় গাছ আছে। বিদেশি ফলের মধ্যে রয়েছে অ্যাভোকাডো, পার্সিমন, রাম্বুটান, লঙ্গান, ডুরিয়ান প্রভৃতি। শ্রীলঙ্কান, ভিয়েতনামি, কেরালাসহ নানা জাতের নারকেলের চারা বিক্রি করতে দেখা যায় কিছু স্টলে। এলাচি, চুইঝাল, গোলমরিচ, দারুচিনি, তেজপাতাগাছের চারাও পাওয়া যাচ্ছে মেলায়। ফুলের মধ্যে গোলাপ, জবা, জুঁই, চামেলি, বেলি, হাসনাহেনা, টগর, রঙ্গন, বাগানবিলাস, কাঠগোলাপ, মাধবীলতাসহ নানা প্রজাতির চারা মিলছে।
মেলার দর্শনার্থী সাহানা পারভীন বলেন, ‘এবার গাছের দাম মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। আমি ছাদবাগানের জন্য কিছু ফলদ গাছের চারা কিনতে এসেছি। পেয়ারা, কামরাঙ্গার চারা কিনেছি। এরপর অন্যান্য গাছের চারা কিনব।’
খুলনা নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল বলেন, ‘এবার মেলার প্রথম থেকেই ক্রেতাদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে।’ নিজাম নার্সারিতে ভিড় একটু বেশি। তাদের বিক্রিও ভালো। জানতে চাইলে নিজাম নার্সারির আব্দুল্লাহ জানান, তাঁর স্টলে ৪০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা দামের গাছ রয়েছে। দাম কম থাকায় এ বছর বিক্রি ভালোই হচ্ছে।
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক বলেন, ‘এবারের বৃক্ষমেলায় গত বছরের চেয়ে দর্শনার্থীদের ভিড় বেশি। বিক্রিও খারাপ না। ফলদ গাছের চারা বেশি বিক্রি হচ্ছে।
খুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে গত ৭ জুলাই শুরু হওয়া ২১ দিনব্যাপী বৃক্ষমেলার ১৩ দিনে ১৭ হাজার ৬৮৬টি বিভিন্ন ফলদ চারা বিক্রি হয়েছে। বিক্রীত বৃক্ষের দাম ২৫ লাখ ৭১ হাজার ৫৫ টাকা। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে নিজাম নার্সারিতে। এই নার্সারিতে বিক্রির পরিমাণ ১ হাজার ১২৯টি চারা, যার দাম ২ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।
মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ থেকে ১৯ জুলাই শনিবার পর্যন্ত উল্লেখিত চারা বিক্রি হয়েছে। বৃক্ষমেলার নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত জি এম রবিউল ইসলাম জানান, এবার মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৬১। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে ১০টি। বিনা টিকিটে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকে। এ বছর ফলদ ও ফুলের চারা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
মেলা ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন ফলের চারা স্থান পেয়েছে মেলায়। সফেদা, ডেউয়া, লটকন, জলপাই, লেবু, জাম্বুরা, আতা, গাব, কাজুবাদাম, করমচা, জামরুল, আমলকী, আঙুর, অড়বরই, কাউফলসহ বিভিন্ন দেশি ফলের চারা ও বড় গাছ আছে। বিদেশি ফলের মধ্যে রয়েছে অ্যাভোকাডো, পার্সিমন, রাম্বুটান, লঙ্গান, ডুরিয়ান প্রভৃতি। শ্রীলঙ্কান, ভিয়েতনামি, কেরালাসহ নানা জাতের নারকেলের চারা বিক্রি করতে দেখা যায় কিছু স্টলে। এলাচি, চুইঝাল, গোলমরিচ, দারুচিনি, তেজপাতাগাছের চারাও পাওয়া যাচ্ছে মেলায়। ফুলের মধ্যে গোলাপ, জবা, জুঁই, চামেলি, বেলি, হাসনাহেনা, টগর, রঙ্গন, বাগানবিলাস, কাঠগোলাপ, মাধবীলতাসহ নানা প্রজাতির চারা মিলছে।
মেলার দর্শনার্থী সাহানা পারভীন বলেন, ‘এবার গাছের দাম মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। আমি ছাদবাগানের জন্য কিছু ফলদ গাছের চারা কিনতে এসেছি। পেয়ারা, কামরাঙ্গার চারা কিনেছি। এরপর অন্যান্য গাছের চারা কিনব।’
খুলনা নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল বলেন, ‘এবার মেলার প্রথম থেকেই ক্রেতাদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে।’ নিজাম নার্সারিতে ভিড় একটু বেশি। তাদের বিক্রিও ভালো। জানতে চাইলে নিজাম নার্সারির আব্দুল্লাহ জানান, তাঁর স্টলে ৪০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা দামের গাছ রয়েছে। দাম কম থাকায় এ বছর বিক্রি ভালোই হচ্ছে।
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক বলেন, ‘এবারের বৃক্ষমেলায় গত বছরের চেয়ে দর্শনার্থীদের ভিড় বেশি। বিক্রিও খারাপ না। ফলদ গাছের চারা বেশি বিক্রি হচ্ছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে...
১২ মিনিট আগেসোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
৩৪ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৬ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৭ ঘণ্টা আগে