খুবি প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ ও জননিরাপত্তার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে ‘নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘ছিনতাই-ডাকাতি বন্ধ কর, বন্ধ কর’, ‘জননিরাপত্তা নিশ্চিত কর’–এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সম্প্রতি সারা দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি করেছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষণীয়। তাঁরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকেন, তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’
ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।’
এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ ও জননিরাপত্তার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে ‘নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘ছিনতাই-ডাকাতি বন্ধ কর, বন্ধ কর’, ‘জননিরাপত্তা নিশ্চিত কর’–এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সম্প্রতি সারা দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি করেছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষণীয়। তাঁরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকেন, তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’
ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।’
এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে