Ajker Patrika

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন মারা গেছেন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৪, ২০: ২৩
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন মারা গেছেন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন (৮৩) মারা গেছেন। আজ সোমবার বিকেলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হোসেনউদ্দীন হোসেনের ছোট ছেলে সজল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

হোসেনউদ্দীন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হোসেনউদ্দীন হোসেন। ছবি: সংগৃহীতহোসেনউদ্দীন ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। প্রবন্ধ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাঁকে এ পুরস্কার দেয়। যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে ১৯৪১ সালে তিনি জন্ম গ্রহণ করেন।

১৯৫৫ সালে কলকাতা থেকে প্রকাশিত লোকসেবক পত্রিকায় হোসেনউদ্দীনের প্রথম কবিতা ছাপা হয়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০। এর মধ্যে কবিতার বই দুটি, গল্পের বই দুটি, ছোটগল্পের বই দুটি, উপন্যাস ছয়টি, ইতিহাসের বই চারটি, বিদেশি সাহিত্যের বই তিনটি, জীবনী একটি, প্রবন্ধের পাঁচটি বই উল্লেখযোগ্য। তিনি তিনটি বই সম্পাদনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত