চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ছোট ভাই ও মা-বাবার মারধরে রেজাউল ইসলাম সাইমন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে মারধরের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত রেজাউল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর ঢাকাপাড়া গ্রামের আয়তাল হকের ছেলে। তাঁর দেড় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা আয়তাল হক (৫০) ও মা সালেহা বেগমকে (৪৫) আটক করেছে। তাঁর মৃত্যুর পর থেকে ছোট ভাই ইসরাফিল মনির (১৭) পলাতক রয়েছে।
নিহতের স্ত্রী সুমি খাতুন ও চাচা আয়নাল হক বলেন, গতকাল সোমবার সকাল ৭টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হচ্ছিল। এ সময় লাকড়ি ঘরে তোলা নিয়ে সুমি খাতুনের সঙ্গে শাশুড়ি সালেহা বেগমের ঝগড়া হয়। এর জেরে রেজাউল সাইমন ও ছোট ভাই ইসরাফিল মনির মধ্যে হাতাহাতি হয়।
তাঁরা আরও বলেন, একপর্যায়ে ছোট ভাই ও মা-বাবা মিলে রেজাউলকে লাঠি দিয়ে মারধর করে। তাতে আহত হলে রেজাউলকে বড়খানপুর বাজারের গ্রাম্য চিকিৎসক আব্দুস সালামকে ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে রেজাউলকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রেজাউলের বাবা আয়তাল হক ও তাঁর মা সালেহা বেগমকে হেফাজতে নেয়। তবে তাঁর ছোট ভাই ইসরাফিল মনি পলাতক রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহতের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
যশোরের চৌগাছায় ছোট ভাই ও মা-বাবার মারধরে রেজাউল ইসলাম সাইমন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে মারধরের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত রেজাউল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর ঢাকাপাড়া গ্রামের আয়তাল হকের ছেলে। তাঁর দেড় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা আয়তাল হক (৫০) ও মা সালেহা বেগমকে (৪৫) আটক করেছে। তাঁর মৃত্যুর পর থেকে ছোট ভাই ইসরাফিল মনির (১৭) পলাতক রয়েছে।
নিহতের স্ত্রী সুমি খাতুন ও চাচা আয়নাল হক বলেন, গতকাল সোমবার সকাল ৭টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হচ্ছিল। এ সময় লাকড়ি ঘরে তোলা নিয়ে সুমি খাতুনের সঙ্গে শাশুড়ি সালেহা বেগমের ঝগড়া হয়। এর জেরে রেজাউল সাইমন ও ছোট ভাই ইসরাফিল মনির মধ্যে হাতাহাতি হয়।
তাঁরা আরও বলেন, একপর্যায়ে ছোট ভাই ও মা-বাবা মিলে রেজাউলকে লাঠি দিয়ে মারধর করে। তাতে আহত হলে রেজাউলকে বড়খানপুর বাজারের গ্রাম্য চিকিৎসক আব্দুস সালামকে ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে রেজাউলকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রেজাউলের বাবা আয়তাল হক ও তাঁর মা সালেহা বেগমকে হেফাজতে নেয়। তবে তাঁর ছোট ভাই ইসরাফিল মনি পলাতক রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহতের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
দুই দিনের টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল।
৬ মিনিট আগেস্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোড আটকে বিক্ষোভ করেছে স্কুলশিক্ষার্থীরা। ৩০-৪০ জন শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অশ্বিনীকুমার টাউন হলের সামনের সদর রোডে বসে পড়ে স্লোগান দিতে থাকে। এতে ব্যস্ততম এই সড়কের দুই পাশে যানবাহন আটকে দুর্ভোগের সৃষ্টি হয়। এদিকে স্বাস্থ্য
৮ মিনিট আগেনারী শিক্ষার্থীকে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেলের সব ক্লাস বর্জন করেছেন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে এসব কথা জানান।
১৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি ড. ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেননি কেন? জুলাই ঘোষণাপত্র দেওয়া জনগণের অধিকার। সেই অধিকার কেড়ে নিলেন কেন? ছাত্ররা গত বছর ও এই বছরের প্রথমে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলে আপনি তাদের ঘোষণাপত্র দিতে দেননি।’
২২ মিনিট আগে