খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ আগামী ২৪ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। এতে ১৩টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা অংশ নিচ্ছেন না। ফলে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকছে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি সংগঠন।
জানা গেছে, বিরাজমান পরিস্থিতি ও বিভিন্ন সময় তাঁদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপিপন্থী শিক্ষকেরা। খুবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোটে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায়ও বিএনপিপন্থী কোনো শিক্ষকের নাম দেখা যায়নি। এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করেছি। যদিও জাতীয় নির্বাচনের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের সম্পর্ক নেই, তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থান থেকে কথা বলার মতো পরিবেশ নেই। আমরা চেয়েছিলাম গুচ্ছ থেকে বেরিয়ে এসে এককভাবে ভর্তি পরীক্ষা নিতে। অথচ গুচ্ছতে থেকে সবচেয়ে খারাপ শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। এ ছাড়াও আমাদের কোনো পরামর্শের গুরুত্ব দেওয়া হয় না। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়ও তারা সেভাবে চালাক, আমাদের তো দরকার নেই।’
নির্বাচন বর্জনের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক সমিতি নির্বাচনে কোনো দল বা গোষ্ঠী হিসেবে অংশগ্রহণের সুযোগ নেই। যারা মনোনয়ন পত্র জমা দিয়েছে তার আলোকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। ফলে কেউ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।’
নির্বাচন কমিশনের তথ্যমতে, খুবি শিক্ষক সমিতির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪’ আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ আগামী ২৪ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। এতে ১৩টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা অংশ নিচ্ছেন না। ফলে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকছে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি সংগঠন।
জানা গেছে, বিরাজমান পরিস্থিতি ও বিভিন্ন সময় তাঁদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপিপন্থী শিক্ষকেরা। খুবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোটে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায়ও বিএনপিপন্থী কোনো শিক্ষকের নাম দেখা যায়নি। এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করেছি। যদিও জাতীয় নির্বাচনের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের সম্পর্ক নেই, তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থান থেকে কথা বলার মতো পরিবেশ নেই। আমরা চেয়েছিলাম গুচ্ছ থেকে বেরিয়ে এসে এককভাবে ভর্তি পরীক্ষা নিতে। অথচ গুচ্ছতে থেকে সবচেয়ে খারাপ শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। এ ছাড়াও আমাদের কোনো পরামর্শের গুরুত্ব দেওয়া হয় না। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়ও তারা সেভাবে চালাক, আমাদের তো দরকার নেই।’
নির্বাচন বর্জনের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক সমিতি নির্বাচনে কোনো দল বা গোষ্ঠী হিসেবে অংশগ্রহণের সুযোগ নেই। যারা মনোনয়ন পত্র জমা দিয়েছে তার আলোকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। ফলে কেউ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।’
নির্বাচন কমিশনের তথ্যমতে, খুবি শিক্ষক সমিতির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪’ আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হবে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে