শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ধানেখেতে পানি ওঠানোকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে দুজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আহত মন্টু মণ্ডল (৫৫) ও জগদীশ মণ্ডলকে (২১) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্পর্কের চাচা ও ভাইপো আহত দুজন যথাক্রমে একই গ্রামের মৃত বীরেন্দ্র মণ্ডল ও রবীন্দ্র মণ্ডলের ছেলে।
আহতদের নিকটাত্মীয় আকিঞ্চন মণ্ডল বলছে, তাঁর কাকা মন্টু মণ্ডল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী নিজের ধানখেতে পানি তোলার প্রস্তুতি নেয়। এ সময় তাঁর অপর কাকার ছেলে মণীন্দ্র, কৃষ্ণপদ, হরিসাধন ও হরেকৃষ্ট সেখানে পৌঁছে মন্টু মণ্ডলকে পানি তোলার কাজে বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পানি তোলার কাজে বাধা দিতে আসা ওই চার ভাই মন্টু মণ্ডলকে পেটাতে থাকে। একপর্যায়ে তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে হামলার সঙ্গে জড়িতরা জগদীশকেও বেপরোয়া মারপিট করে।
আহত মন্টু মণ্ডলের শ্যালক পরিতোষ মণ্ডল বলেন, তাঁর ভগ্নিপতি ধানখেতে পানি দিতে বাধা দেওয়ার পাশাপাশি বেপরোয়া মারপিট করেছে অন্য শরিকের লোকজন।
এ ঘটনায় শ্যামনগর থানায় মৌখিকভাবে অভিযোগ করার পর পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে। শ্যামনগর থানায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে হাসপাতালে এসে দেখে গেলাম। আহতদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে’।
ধানেখেতে পানি ওঠানোকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে দুজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আহত মন্টু মণ্ডল (৫৫) ও জগদীশ মণ্ডলকে (২১) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্পর্কের চাচা ও ভাইপো আহত দুজন যথাক্রমে একই গ্রামের মৃত বীরেন্দ্র মণ্ডল ও রবীন্দ্র মণ্ডলের ছেলে।
আহতদের নিকটাত্মীয় আকিঞ্চন মণ্ডল বলছে, তাঁর কাকা মন্টু মণ্ডল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী নিজের ধানখেতে পানি তোলার প্রস্তুতি নেয়। এ সময় তাঁর অপর কাকার ছেলে মণীন্দ্র, কৃষ্ণপদ, হরিসাধন ও হরেকৃষ্ট সেখানে পৌঁছে মন্টু মণ্ডলকে পানি তোলার কাজে বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পানি তোলার কাজে বাধা দিতে আসা ওই চার ভাই মন্টু মণ্ডলকে পেটাতে থাকে। একপর্যায়ে তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে হামলার সঙ্গে জড়িতরা জগদীশকেও বেপরোয়া মারপিট করে।
আহত মন্টু মণ্ডলের শ্যালক পরিতোষ মণ্ডল বলেন, তাঁর ভগ্নিপতি ধানখেতে পানি দিতে বাধা দেওয়ার পাশাপাশি বেপরোয়া মারপিট করেছে অন্য শরিকের লোকজন।
এ ঘটনায় শ্যামনগর থানায় মৌখিকভাবে অভিযোগ করার পর পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে। শ্যামনগর থানায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে হাসপাতালে এসে দেখে গেলাম। আহতদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে’।
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বাড়ির ভেতরে গড়ে তোলা হয়েছিল মিনি ‘আয়নাঘর’। সেখানে মানুষকে আটকে রেখে নির্যাতন, চাঁদাবাজি, জমি লিখে নেওয়া ও কিডনি বিক্রির মতো অভিযোগে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। শুক্রবার (২ মে) ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে ঘরটির সন্ধান মেলে।
৩ মিনিট আগেস্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধের জন্য করা সব ‘কালো আইন’ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্য থেকে বিশ্ব মুক্ত
৭ মিনিট আগেকুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন এক আসামি। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। হাতুড়ির আঘাতে আহত এক কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন (১৬) ও তার মামা সাজেদুল ইসলামকে (২২) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে