Ajker Patrika

জমিতে পানি তোলাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে জখম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জমিতে পানি তোলাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে জখম

ধানেখেতে পানি ওঠানোকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে দুজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠেরচক গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় আহত মন্টু মণ্ডল (৫৫) ও জগদীশ মণ্ডলকে (২১) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্পর্কের চাচা ও ভাইপো আহত দুজন যথাক্রমে একই গ্রামের মৃত বীরেন্দ্র মণ্ডল ও রবীন্দ্র মণ্ডলের ছেলে। 

আহতদের নিকটাত্মীয় আকিঞ্চন মণ্ডল বলছে, তাঁর কাকা মন্টু মণ্ডল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী নিজের ধানখেতে পানি তোলার প্রস্তুতি নেয়। এ সময় তাঁর অপর কাকার ছেলে মণীন্দ্র, কৃষ্ণপদ, হরিসাধন ও হরেকৃষ্ট সেখানে পৌঁছে মন্টু মণ্ডলকে পানি তোলার কাজে বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পানি তোলার কাজে বাধা দিতে আসা ওই চার ভাই মন্টু মণ্ডলকে পেটাতে থাকে। একপর্যায়ে তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে হামলার সঙ্গে জড়িতরা জগদীশকেও বেপরোয়া মারপিট করে। 
 
আহত মন্টু মণ্ডলের শ্যালক পরিতোষ মণ্ডল বলেন, তাঁর ভগ্নিপতি ধানখেতে পানি দিতে বাধা দেওয়ার পাশাপাশি বেপরোয়া মারপিট করেছে অন্য শরিকের লোকজন। 

এ ঘটনায় শ্যামনগর থানায় মৌখিকভাবে অভিযোগ করার পর পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে। শ্যামনগর থানায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে হাসপাতালে এসে দেখে গেলাম। আহতদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত