ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার চৌড়হাসে বাসভাড়া নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে পাঁচটি বাস আটকে রাখেন।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে চৌড়হাস বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে। হেনস্তার শিকার ওই ছাত্রীর নাম রাফসানা আক্তার। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।
আটকে রাখা পাঁচটি বাসের মধ্যে রূপসা পরিবহনের চারটি ও একটি জনি পরিবহনের।
রাফসানা আক্তার বলেন, ‘দুপুরে চৌড়হাস বাসস্ট্যান্ডে রাস্তার পাশে এসে একটি বাসে ওঠার চেষ্টা করছিলাম। এ সময় সেখানে থাকা একজন আমাকে বলেন, “এই বাসে ওঠেন, ওইখানে সিট খালি নাই।” তখন আমি বলি, আমি কিন্তু ২৫ টাকা ভাড়া দেব। এ সময় বাসের চালকের সহকারী বলেন, “কোথাকার শিক্ষিত তুমি? শিক্ষিত হইছ, না অশিক্ষিত হইছ। আমরা শেখপাড়ায় থাকি ভাড়া কত আমি জানি। তুমি নাটক শুরু করছ?” তখন আমি বলি, আপনি আমার শিক্ষা নিয়ে কথা বলছেন কেন?’
রাফসানা আক্তার আরও বলেন, ‘একপর্যায়ে বাসের হেলপার আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তখন আমি আমার স্বামীকে মোবাইল ফোনে কল করতে গেলে উনি আমার ফোন কেড়ে নিয়ে আমার মুখে চারটি ঘুষি মারেন। এসব দেখে আশপাশের একটা মানুষও প্রতিবাদ করেনি। আমার মা-বাবাকে নিয়ে গালিগালাজ করতে শুরু করেন। পরে ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থী এলে তাঁরা চলে যান।’
ঘটনাস্থলে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘যে বা যারা আমাদের নারী সহপাঠীকে মারধর করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একজন নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার সাহস তারা কোথা থেকে পায়, এর জবাব চাই।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা আমরা গুরুত্বসহকারে দেখছি। কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতির নেতাদের ডাকা হয়েছে। তাঁরা আসছেন।’
কুষ্টিয়ার চৌড়হাসে বাসভাড়া নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে পাঁচটি বাস আটকে রাখেন।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে চৌড়হাস বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে। হেনস্তার শিকার ওই ছাত্রীর নাম রাফসানা আক্তার। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।
আটকে রাখা পাঁচটি বাসের মধ্যে রূপসা পরিবহনের চারটি ও একটি জনি পরিবহনের।
রাফসানা আক্তার বলেন, ‘দুপুরে চৌড়হাস বাসস্ট্যান্ডে রাস্তার পাশে এসে একটি বাসে ওঠার চেষ্টা করছিলাম। এ সময় সেখানে থাকা একজন আমাকে বলেন, “এই বাসে ওঠেন, ওইখানে সিট খালি নাই।” তখন আমি বলি, আমি কিন্তু ২৫ টাকা ভাড়া দেব। এ সময় বাসের চালকের সহকারী বলেন, “কোথাকার শিক্ষিত তুমি? শিক্ষিত হইছ, না অশিক্ষিত হইছ। আমরা শেখপাড়ায় থাকি ভাড়া কত আমি জানি। তুমি নাটক শুরু করছ?” তখন আমি বলি, আপনি আমার শিক্ষা নিয়ে কথা বলছেন কেন?’
রাফসানা আক্তার আরও বলেন, ‘একপর্যায়ে বাসের হেলপার আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তখন আমি আমার স্বামীকে মোবাইল ফোনে কল করতে গেলে উনি আমার ফোন কেড়ে নিয়ে আমার মুখে চারটি ঘুষি মারেন। এসব দেখে আশপাশের একটা মানুষও প্রতিবাদ করেনি। আমার মা-বাবাকে নিয়ে গালিগালাজ করতে শুরু করেন। পরে ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থী এলে তাঁরা চলে যান।’
ঘটনাস্থলে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘যে বা যারা আমাদের নারী সহপাঠীকে মারধর করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একজন নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার সাহস তারা কোথা থেকে পায়, এর জবাব চাই।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা আমরা গুরুত্বসহকারে দেখছি। কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতির নেতাদের ডাকা হয়েছে। তাঁরা আসছেন।’
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে