রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
গরু-মহিষ, লাঙল আর জোয়াল দিয়ে জমি চাষ এক সময় ছিল গ্রাম বাংলার অতি সাধারণ এক চিত্র। কালের বিবর্তনের এই চাষ পদ্ধতি এখন হারিয়ে যাওয়ার পথে। আধুনিক প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে এর প্রতি আগ্রহ হারিয়েছেন কৃষকেরা। আজ থেকে ১০-১৫ বছর আগেও মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী হাঁটে দেদার বিক্রি হতে দেখা যেত লাঙল, জোয়াল। কিন্তু গাংনী উপজেলার সমস্ত হাট খুঁজেও এখন সেই লাঙল ও জোয়াল পাওয়া কঠিন।
ভোর হলেই গরু, লাঙল, জোয়াল নিয়ে বাড়ি থেকে জমি চাষ করার জন্য বেরিয়ে যেতেন কৃষক। কিন্তু গ্রামের মাঠগুলো ঘুরে আর দেখা মেলে না লাঙল দিয়ে জমি চাষের দৃশ্য। স্থানীয়রা জানান, লাঙল দিয়ে জমি চাষের সেই সময়টা ছিল অনেক আনন্দের। লাঙল বাইতে বাইতে গলা ছেড়ে গান গাইতেন চাষিরা। আধুনিকতার ছোঁয়ায় লাঙলের সঙ্গে হারিয়ে গেছে সে সব আনন্দও। তবে গাংনী উপজেলার হাতে গোনা কিছু চাষি এখনো পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখেছেন। যেমন, বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতেই ৪০ বছর ধরে মহিষ ও লাঙল দিয়ে জমি চাষ করে বেড়াচ্ছেন মেহেরপুরে গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আশ্বব আলী।
উপজেলার ঝোরাঘাট গ্রামের সিপারুল ইসলাম বলেন, ‘২০ বছর আগে আমারও গরু ছিল। কিন্তু যখন আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হলো তখনই পাওয়ার টিলার কিনলাম। লাঙল-গরু দিয়ে চাষের সমাপ্তি ঘটল। কিন্তু সেই স্মৃতিগুলো এখনো সব সময় মনে পড়ে।’
চাষি মো. আশ্বব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাবার ঐতিহ্য ধরে রাখতে প্রায় ৪০ বছর ধরে মহিষের লাঙল দিয়ে জমি চাষ করে যাচ্ছি। এটা শুধু আমার কাছে গ্রাম বাংলার ঐতিহ্য নয়, এটা আমার বাবার স্মৃতিও বহন করে। আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখবেন লাঙল দিয়ে জমি চাষ করে যাব। আশপাশের দুই-তিন গ্রামের মধ্যে শুধু আমার কাছে এই লাঙল রয়েছে। দিন দিন একেবারেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো।’
লাঙল, জোয়াল বানানো মোহাম্মদ বদর উদ্দিন বলেন, ‘আমরা পাঁচ ভাই। এর মধ্যে চার ভাই লাঙল, জোয়াল তৈরি করতাম। এগুলো বামন্দীসহ বিভিন্ন হাটে বিক্রি করতাম। আজ থেকে ১৫ বছর আগেও এর কদর ছিল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় পাওয়ার টিলার ও ট্রাক্টর এল। এরপর থেকে আস্তে আস্তে প্রায় হারিয়ে গেল লাঙল দিয়ে জমি চাষ। এখন মাঝে মাঝে কয়েকটি গ্রামে দেখা যায়। ইশ, জোয়াল তৈরির কারিগর আমার সেই তিন ভাই অনেক আগে মারা গেছে। আমি এসব কাজ অনেক আগেই বাদ দিয়েছি।’
সাবেক ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বলেন, আধুনিকতার ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে হাল চাষের পরিবর্তন ঘটেছে। ১০-১৫ বছর আগেও অনেককেই দেখা যেত গরু, মহিষের লাঙল দিয়ে জমি চাষ দিতে। এখন মাঠে গেলে দেখা যায় ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। এক সময় মানুষ লাঙল দিয়ে জমি চাষ করার জন্য আলাদা যত্ন নিয়ে গরু পালত। গরুর মুখে ব্যবহার করা হতো ঠুসী। কাঁধে দেওয়া হতো জোয়াল। চাষি মুখে শব্দ করত ও হাট, হাট, ঘোর, ঘোর, হই হই। সেসব স্মৃতিগুলো মনে পড়ে গেলে এখনো আনন্দ লাগে।
গরু-মহিষ, লাঙল আর জোয়াল দিয়ে জমি চাষ এক সময় ছিল গ্রাম বাংলার অতি সাধারণ এক চিত্র। কালের বিবর্তনের এই চাষ পদ্ধতি এখন হারিয়ে যাওয়ার পথে। আধুনিক প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে এর প্রতি আগ্রহ হারিয়েছেন কৃষকেরা। আজ থেকে ১০-১৫ বছর আগেও মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী হাঁটে দেদার বিক্রি হতে দেখা যেত লাঙল, জোয়াল। কিন্তু গাংনী উপজেলার সমস্ত হাট খুঁজেও এখন সেই লাঙল ও জোয়াল পাওয়া কঠিন।
ভোর হলেই গরু, লাঙল, জোয়াল নিয়ে বাড়ি থেকে জমি চাষ করার জন্য বেরিয়ে যেতেন কৃষক। কিন্তু গ্রামের মাঠগুলো ঘুরে আর দেখা মেলে না লাঙল দিয়ে জমি চাষের দৃশ্য। স্থানীয়রা জানান, লাঙল দিয়ে জমি চাষের সেই সময়টা ছিল অনেক আনন্দের। লাঙল বাইতে বাইতে গলা ছেড়ে গান গাইতেন চাষিরা। আধুনিকতার ছোঁয়ায় লাঙলের সঙ্গে হারিয়ে গেছে সে সব আনন্দও। তবে গাংনী উপজেলার হাতে গোনা কিছু চাষি এখনো পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখেছেন। যেমন, বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতেই ৪০ বছর ধরে মহিষ ও লাঙল দিয়ে জমি চাষ করে বেড়াচ্ছেন মেহেরপুরে গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আশ্বব আলী।
উপজেলার ঝোরাঘাট গ্রামের সিপারুল ইসলাম বলেন, ‘২০ বছর আগে আমারও গরু ছিল। কিন্তু যখন আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হলো তখনই পাওয়ার টিলার কিনলাম। লাঙল-গরু দিয়ে চাষের সমাপ্তি ঘটল। কিন্তু সেই স্মৃতিগুলো এখনো সব সময় মনে পড়ে।’
চাষি মো. আশ্বব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাবার ঐতিহ্য ধরে রাখতে প্রায় ৪০ বছর ধরে মহিষের লাঙল দিয়ে জমি চাষ করে যাচ্ছি। এটা শুধু আমার কাছে গ্রাম বাংলার ঐতিহ্য নয়, এটা আমার বাবার স্মৃতিও বহন করে। আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখবেন লাঙল দিয়ে জমি চাষ করে যাব। আশপাশের দুই-তিন গ্রামের মধ্যে শুধু আমার কাছে এই লাঙল রয়েছে। দিন দিন একেবারেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো।’
লাঙল, জোয়াল বানানো মোহাম্মদ বদর উদ্দিন বলেন, ‘আমরা পাঁচ ভাই। এর মধ্যে চার ভাই লাঙল, জোয়াল তৈরি করতাম। এগুলো বামন্দীসহ বিভিন্ন হাটে বিক্রি করতাম। আজ থেকে ১৫ বছর আগেও এর কদর ছিল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় পাওয়ার টিলার ও ট্রাক্টর এল। এরপর থেকে আস্তে আস্তে প্রায় হারিয়ে গেল লাঙল দিয়ে জমি চাষ। এখন মাঝে মাঝে কয়েকটি গ্রামে দেখা যায়। ইশ, জোয়াল তৈরির কারিগর আমার সেই তিন ভাই অনেক আগে মারা গেছে। আমি এসব কাজ অনেক আগেই বাদ দিয়েছি।’
সাবেক ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বলেন, আধুনিকতার ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে হাল চাষের পরিবর্তন ঘটেছে। ১০-১৫ বছর আগেও অনেককেই দেখা যেত গরু, মহিষের লাঙল দিয়ে জমি চাষ দিতে। এখন মাঠে গেলে দেখা যায় ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। এক সময় মানুষ লাঙল দিয়ে জমি চাষ করার জন্য আলাদা যত্ন নিয়ে গরু পালত। গরুর মুখে ব্যবহার করা হতো ঠুসী। কাঁধে দেওয়া হতো জোয়াল। চাষি মুখে শব্দ করত ও হাট, হাট, ঘোর, ঘোর, হই হই। সেসব স্মৃতিগুলো মনে পড়ে গেলে এখনো আনন্দ লাগে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩ ঘণ্টা আগে