Ajker Patrika

জনগণ পাশে থাকলে দিল্লি আর লন্ডন থাকতে হয় না: হাসনাত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে এনসিপির জুলাই পদযাত্রা। ছবি: আজকের পত্রিকা
গাংনীতে এনসিপির জুলাই পদযাত্রা। ছবি: আজকের পত্রিকা

জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, আর লন্ডন থাকতে হয় না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘পিণ্ডি-দিল্লি ও লন্ডন-আমেরিকার ওপর নির্ভর করতে চাই না, আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।’

আজ মঙ্গলবার মেহেরপুরের গাংনীতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোনো মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয় তাদেরই নেতা নির্বাচিত করব।’

এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘নির্বাচনের আগের রাতে ওসি, এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়। নেতা নির্বাচনের আগের রাতে টাকা নিয়ে আসবে এক দিন টাকা দেবে আর পাঁচ বছর গোলামি করাবে। বাংলাদেশকে অযোগ্য নেতা আর গম চোরদের হাতে তুলে দেবেন না। জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না। লন্ডন থাকতে হয় না। জনগণ সঙ্গে থাকলে এই বাংলাদেশেই থাকতে হয়।’

এ সময় সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত