সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মার্স টেক্সটাইল নামে একটি সুতা কারখানার শ্রমিকেরা।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েক শ শ্রমিক। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ার পাশাপাশি তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধের দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে ২০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এ যানজট স্বাভাবিক হয়ে যায়।
বিক্ষোভ কর্মসূচি পালনকালে বক্তব্য দেন শ্রমিকনেতা মোহাম্মদ আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক ও চট্টগ্রাম লেবার কোর্টের সদস্য মশিউর দৌলা, সদস্য মাহবুবুল হক চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফৌজদার হাট-বাড়বকুণ্ড শিল্প জোনের সহসভাপতি কমরেড অ্যাড. জহির উদ্দিন মাহমুদ প্রমুখ।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, বকেয়া বেতনসহ নানা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকদের আন্দোলন করার কারণে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনরত শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মার্স টেক্সটাইল নামে একটি সুতা কারখানার শ্রমিকেরা।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েক শ শ্রমিক। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ার পাশাপাশি তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধের দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে ২০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এ যানজট স্বাভাবিক হয়ে যায়।
বিক্ষোভ কর্মসূচি পালনকালে বক্তব্য দেন শ্রমিকনেতা মোহাম্মদ আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক ও চট্টগ্রাম লেবার কোর্টের সদস্য মশিউর দৌলা, সদস্য মাহবুবুল হক চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফৌজদার হাট-বাড়বকুণ্ড শিল্প জোনের সহসভাপতি কমরেড অ্যাড. জহির উদ্দিন মাহমুদ প্রমুখ।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, বকেয়া বেতনসহ নানা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকদের আন্দোলন করার কারণে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনরত শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
১১ মিনিট আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
১৫ মিনিট আগেসাভারে থানার ১০০ গজের মধ্যে পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আবারও একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেন্টারের দ্বিতীয় তলা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে জবাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০ মিনিট আগেকক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে বসানো দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪০ মিনিট আগে