Ajker Patrika

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৮: ২৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঈশান কবির খান ওরফে জ্যোতি নগরীর মৌলভীপাড়া সুলতান আহম্মেদ রোড এলাকার বাসিন্দা।

র‍্যাব-৬-এর বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ঈশান কবির খান ওরফে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী খুলনার একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করে। জ্যোতির সঙ্গে তার দুই মাস আগে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

একপর্যায়ে জ্যোতি ভুক্তভোগীকে মামলার ২ ও ৩ নম্বর আসামির সহযোগিতায় গত ২৬ এপ্রিল সকালে সদর থানার রূপসা স্ট্যান্ড রোডে ২ নম্বর আসামি হুমায়ুন কবিরের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন।

পরে ২৮ এপ্রিল রাত ১০টার সময় ভুক্তভোগী জ্যোতিকে বিয়ের কথা বললে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে জ্যোতির হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান।

স্থানীয় লোকজন ভুক্তভোগীকে চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং তার মা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষণের বিষয় জানতে পেরে র‍্যাব-৬, সিপিএসপির একটি দল আসামিকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত